IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে উপস্থিত থাকতে পেরে আপ্লুত ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

।। প্রথম কলকাতা ।।

 

IND vs AUS: বৃহস্পতিবার, আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং তার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ (Anthony Albanese) উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে সম্পর্কের ৭৫ বছর উদযাপন করেন। দুজনেই মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোটা মাঠ প্রদক্ষিণ করেন, ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রিকেটপ্রেম সর্বজনবিদিত। তেমনই একটি উদাহরণ হল
২০১৬ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে গভীর সম্পর্ক বর্ণনা করতে “আক্রমনাত্মক ব্যাটিং” শব্দটি ব্যবহার করেছিলেন।

 

নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ‘জন কী’-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রিকেট উপমা ব্যবহার করেছিলেন। তিনি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কথা উল্লেখ করছিলেন। এছাড়াও ২০২০ সালে ছাত্রদের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী ২০০১ সালের রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক জুটি গড়ে অস্ট্রেলিয়াকে পরাজিত করা এবং ২০০২ সালে অনিল কুম্বলের ভাঙা চোয়ালে ম্যাচ জয়ী স্পেলের কথা উল্লেখ করে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন।

 

২০১৯ সালে মোদি মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে ভারতীয় ক্রিকেট দলের স্বাক্ষরিত একটি ক্রিকেট ব্যাট উপহার দেন এবং দেশে ক্রিকেটের প্রচারে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ভারত মালদ্বীপের ক্রিকেটারদের একটি দলকে প্রশিক্ষণ দিচ্ছে এবং মালদ্বীপে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে সাহায্য করার পরিকল্পনা করছে। সম্প্রতি, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও ক্যাপ্টেন প্রধানমন্ত্রী মোদীকে বর্ণনা করতে ক্রিকেট উপমা ব্যবহার করেছেন।

 

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থেকে সকল ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে লেখেন, “ক্রিকেট, ভারত ও অস্ট্রেলিয়ার সাধারণ আবেগ! ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের অংশ দেখার জন্য আমার ভালো বন্ধু, প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ-এর সঙ্গে আহমেদাবাদে থাকতে পেরে আনন্দিত। আমি নিশ্চিত এটি একটি উত্তেজনাপূর্ণ খেলা হবে!”

Exit mobile version