Asia Cup 2023: আয়োজক নিয়ে বিতর্ক অব্যাহত! এসিসি বৈঠকে এই নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানালেন পিসিবি প্রধান

।। প্রথম কলকাতা ।।

এশিয়া কাপ ২০২৩-এর আয়োজক অধিকার নিয়ে বিতর্ক অব্যাহত। টুর্নামেন্টটি কোথায় হবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়। আলোচনা অব্যাহত থাকায় সিদ্ধান্ত মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

 

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই নিয়ে কোনও কথা হয়নি। একটি প্রতিবেদনে বলা হয়েছে সমস্ত অংশগ্রহণকারী দেশকে এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাওয়ার সরকারী ছাড়পত্র চাইতে বলা হয়েছে। তবে বিবৃতি জারি করে পিসিবি জানিয়েছে, সদস্যদের কেউই পাকিস্তানে এশিয়া কাপে অংশগ্রহণের জন্য সরকারী ছাড়পত্র নেওয়ার কোনও ইচ্ছা প্রকাশ করেনি।

পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এসিসি এশিয়া কাপ পাকিস্তান থেকে স্থানান্তরিত করবে এবং মার্চ মাসে একটি বিকল্প ভেন্যু নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে পিসিবি প্রধান নাজাম শেঠি জয় শাহকে বলেছেন যে “তার দেশ এশিয়া কাপ বা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক অধিকার ত্যাগ করবে না।” তিনি আরও বলেছেন, “বিসিসিআই যদি এশিয়া কাপের জন্য তার সরকারের কাছ থেকে ছাড়পত্র না পেতে পারে তবে পাকিস্তানও (ওডিআই) বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না।”

Exit mobile version