।। প্রথম কলকাতা ।।
Bangladesh: বাংলাদেশ (Bangladesh) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কম দামে কয়লা পাচ্ছে, সেক্ষেত্রে আদানি (Adani) গোষ্ঠীর থেকেও কম দামে কয়লা পাওয়া উচিত বলে মনে করছে দেশটি। তাই আদানি গোষ্ঠীর সাথে আলোচনার পথে হাঁটতে চায় বাংলাদেশ। ইতিমধ্যেই কয়লার আমদানি মূল্য (Export Price) কমানোর জন্য আদানি গোষ্ঠীকে চিঠি দিয়েছে দেশটি। ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি গোষ্ঠীর শক্তি সংস্থার সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ আমদানির একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ঝাড়খণ্ডের গোড্ডার কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাবে প্রায় ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ। এবার সেই চুক্তি হয়ত বাংলাদেশ আবার খতিয়ে দেখতে পারে।
হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসতেই, বিতর্ক যেন আদানি গোষ্ঠীর পিছু ছাড়ছে না। হিন্ডেনবার্গের রিপোর্ট অনুযায়ী, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এমন পরিস্থিতি নতুন জল্পনা শুরু হয়েছে বাংলাদেশে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে। বাংলাদেশ আপাতত বুঝিয়ে দিয়েছে কর্পোরেট সংস্থার মতো তারা দ্রুত সাহসী আর্থিক পদক্ষেপ নিতে পারবে। ঝাড়খণ্ডের গোড্ডায় যে বিদ্যুৎ তৈরি হবে তা মুর্শিদাবাদ সীমান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ আর বগুড়ায় পৌঁছবে। কথা ছিল চলতি বছরের মার্চ মাস থেকেই তা সরবরাহ করা হবে। কিন্তু নতুন করে সমস্যা তৈরি হয়েছে কয়লার দাম নিয়ে। কারণ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কম টাকায় কয়লা পাওয়া যাচ্ছে। তাই বাংলাদেশের দাবি অনুযায়ী, সেই দামে আদানি গোষ্ঠীর থেকেও কয়লা আমদানি করবে। তার জন্য আলোচনায় বসতে চায় দেশটি। আসলে বাংলাদেশ যে দরে কয়লা কিনছে আদানির কারখানায় সেখানে খরচ পড়ছে টন প্রতি প্রায় ১০০ ডলার বেশি। টাকায় প্রায় ৮২২৩ টাকা।
কয়লার দাম বাড়া মন বিদ্যুতের খরচ বাড়া। এমনি থেকেই দেশটি মূল্যবৃদ্ধির জেরে ব্যাপক চাপে রয়েছে। একদিকে আদানি গোষ্ঠী শেয়ার পতনে বড়সড় আর্থিক সংকটের মুখে পড়েছে। এসবের মাঝে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিপিডিপি ২০১৭ সালের করা চুক্তি পুনরায় আলোচনার করার জন্য আদানি গোষ্ঠীকে ব্যবসায়িক চিঠি পাঠিয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করছে, এর ফলে আদানি গোষ্ঠীর উপর এক্সট্রা চাপ বাড়াতে পারে। মূলত এই চিঠিতে নিউক্যাসেল সূচক অনুসরণ করে আমদানিকৃত কয়লার দাম নির্ধারণ করতে বলা হয়েছে। এবার দেখার কয়লার আমদানি মূল্য কতটা কমে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম