China russia: চিনের নয়া লবি! পরমাণু অস্ত্রের কাঁচামাল পাঠাচ্ছে রাশিয়া! পেন্টাগনের চাঞ্চল্যকর রিপোর্টে হইচই

৷৷ প্রথম কলকাতা ৷৷

China russia: রাশিয়া গোপন বিমানে কী পাঠাচ্ছে চিনে? খতরনাক লেনদেন ফাইনালি শুরু৷ ইউরেনিয়াম কী কাজে লাগে জানেন তো? আমেরিকা রেডি থাকুক কাল আসছে
চিনের রহস্যময় দ্বীপে এ কিসের রিয়াক্টর তৈরি হচ্ছে? ইউক্রেন যুদ্ধ বেজিংয়ের লক্ষ্য নয় টার্গেট অনেক বড়৷ আগামী ১০ টা বছর৷ চিনের মেগা প্ল্যান৷ রাশিয়াই সঙ্গী৷ একটা বিমান মস্কো থেকে বেজিং চলে গেল পেন্টাগনের চোখে ধুলো দিয়ে৷ রাশিয়া ইউরেনিয়াম সাপ্লাই করছে চিনকে৷ পরমাণু অস্ত্র তৈরির কাঁচামাল ইউরেনিয়াম৷ কেন এই কাজে রাশিয়াকেই বেছে নেওয়া হল?

কূটনৈতিক মহল বলছেন, অনেকেই ভেবেছিলেন পুতিন-শি কাছাকাছি এলেন ইউক্রেন যুদ্ধের গতি বাড়াতে? মস্কোর সঙ্গে এত বড় ডিলটা কবে হয়ে গেল? বিনিময়ে রাশিয়া কি পাবে জানেন? রাশিয়াকেই সঙ্গে নিয়ে চিন বাড়াচ্ছে পরমাণু শক্তি৷ মস্কো থেকে তাইওয়ানের উত্তর তটে ২২০ কিলোমিটার দূরে বেজিংয়ের চানদিয়াও দ্বীপে নিউক্লিয়ার জ্বালানি পাঠাচ্ছেন পুতিন৷ এই তো কয়েকদিন আগে আমেরিকার আকাশে দেখা গেছে চিনা রকেটের ধ্বংসাবশেষ দক্ষিণ চিন সাগরে গতিবিধির উপর নজর রাখতে তিনটি সামরিক কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেয় চিনের ‘লং মার্চ’ রকেট৷

চিন তৈরি করছে নেক্সট যুদ্ধের ব্লুপ্লিন্ট৷ প্রতি মুহুর্তে চিন আমেরিকার সম্পর্কের বরফ আরও জমাট বাঁধছে৷ পেন্টাগনের রিপোর্ট বলছে, চিনকে হাইলি এনরিচড ইউরেনিয়াম সাপ্লাই করছে পুতিনের দেশ৷ কাজাঘিস্থান, উজবেকিস্তান, নামিবিয়া, কানাডা থেকে এতদিন ইউরেনিয়াম আমদানি করত চিন৷ ইউরেনিয়ামও দুধরণের ন্যাচারাল ইউরেনিয়াম ও ইউ২৩৫ ইউরেনিয়াম৷ সেখানে এবার রাশিয়া যুক্ত হয়ে গেল মানে চিন নতুন লবি তৈরি করতে উঠেপড়ে লেগেছে, দাবি কূটনৈতিক মহলের৷ চিনের চানদিয়াও দ্বীপে দুটো ফাস্ট ব্রিডার রিয়াক্টর তৈরি করছে বেজিং৷ সেখানেই পরমাণু হাতিয়ারে ব্যবহৃত প্লুটোনিয়াম তৈরি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এমনটাই দাবি৷

আগামী ১২ বছরে চিন তাদের নিউক্লিয়ার অস্ত্রের খাজানা চরচর করে বাড়াবে৷ কিন্তু এতে রাশিয়ার লাভ কি? কূটনৈতিক মহল বলছে চিন মস্কোকে কি দেবে তার কোনও ঘোষণা করেনি ঠিকই৷ কিন্তু জানতে পারা যাচ্ছে ক্রেমলিনকে চাইনিস গোলা দেবে বেজিং ১৫২ মিমি বা ১২২ মিমির ৩০ হাজার গোলা বেজিং দিতে পারে রাশিয়াকে দাবি এমনটাই৷ কিন্তু কেন মস্কোকে চিনের কাছে হাত পাততে হল? শি জিনপিং পুতিনকে ফোনে বলে দিয়েছেন অস্ত্র-গোলা-ট্যাঙ্ক নিয়ে নো টেনশন৷ আমেরিকার দুশ্চিন্তা রাশিয়া গোলার গুদাম একবার ভর্তি হয়ে গেলে জেলেনস্কির হাতে সময় কমবে অনেকটাই৷

চিনের কাছে বর্তমানে ৩০০ আইসিবিএম ও ৩০০ আইসিবিএম লঞ্চার রয়েছে কিন্তু আমেরিকার কাছে এই সংখ্যা ৪৫০ ন্যাটো বলছে, চিনের পরমাণু ফ্যাক্টরিগুলোতে মারাত্মক দ্রুততার সঙ্গে চলছে৷ পরমাণু হাতিয়ার ও দুরে লক্ষ্যবস্তুকে আঘাত করার মতো মিশাইল তৈরি৷ জাপানের ইন্টালিজেন্সের দাবি, ২০২০ সালে চিন একাই ২৫০টা মিশাইলের পরীক্ষা করেছিল৷ ড্রাগনের দেশ ধরাধর পরমাণু শক্তি বাড়াচ্ছে তাতে কোনও সন্দেহ নেই৷ কিন্তু আমেরিকা এই রিপোর্ট বিশ্বের সামনে তুলে ধরার পর পেন্টাগন পাল্টা কোন পরিকল্পনা নিচ্ছে সেটা কেউ জানতে পারছে না৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version