চীনের প্রতিরক্ষামন্ত্রী গায়েব! জিনপিংকে ঘিরে রহস্য দানা বাঁধছে

।। প্রথম কলকাতা ।।

চীনের প্রতিরক্ষামন্ত্রীকে কোথায় গায়েব করে দিলেন জিনপিং? কোন কালকুঠুরিতে পাঠানো হচ্ছে চীনের মন্ত্রীদের? জিংপিংয়ের বিরুদ্ধে গিয়ে লবি তৈরি হচ্ছিল? কিং গ্যাংয়ের মতই কী দুরবস্থা হবে লি শাংফুরও। এর আগে বিদেশমন্ত্রী আর এবার চীনের প্রতিরক্ষামন্ত্রী! চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্যাবিনেট যেন আগাথা ক্রিস্টির নোবেল একের পর এক রহস্য একের পর এক মন্ত্রী গায়েব। চীনের ডিফেন্স মিনিস্টারের মতো এত বড় পদ সেটা থেকে জলজ্যান্ত মন্ত্রী লি শাংফু গায়েব! এবার তাহলে চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে হবেন?

সংবাদসংস্থা ব্লুমবার্গের দাবি চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে গত দুই সপ্তাহে প্রকাশ্যে দেখা যায়নি তাদের রিপোর্ট অনুযায়ী, ৯ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর চিনের একটি সামরিক ঘাঁটিতে সফরের সময় ‘সশস্ত্র বাহিনীর উচ্চস্তরের অখণ্ডতা ও ঐক্য বজায় রাখার সামরিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা ও সুরক্ষিত থাকার’ কথা বলেছেন এমনটা জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া। আর, জিনপিঙের ওই মন্তব্যের জেরেই প্রতিরক্ষামন্ত্রীর অপসারণ সম্পর্কে জল্পনা বেড়েছে বলেই দাবি ব্লুমবার্গের। এমন কী অপরাধ করেছিলেন ওই মন্ত্রী? চীনের শত্রুদের সঙ্গে সমঝোতা নাকি তারপর শিয়ের বিরোধীতা?

লি শাংফু ১৯৮২ সালের আগস্টে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-তে যোগদান করেন। ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি চীনা কমিউনিস্ট পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটিরও সদস্য। চীনের শীর্ষ নেতাদের অন্যতম। দ্য ডিপ্লোম্যাটের একটি প্রবন্ধ অনুসারে, যখন ২০২৩ সালের মার্চ মাসে লিকে মন্ত্রী করা হবে বলে অনুমান করা হয়েছিল, তখন তাঁর বাবা চিনের সেনাবাহিনী পিএলএর রেলওয়ে ফোর্সের জেনারেল ছিলেন। ‘লি মহাকাশ অভিযানের অভিজ্ঞতায় অনন্য। চীনের রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য লি শাংফু মার্কিন নিষেধাজ্ঞার আওতাতেও পড়েছিলেন। তাহলে এমন কী ঘটে গেল?

চীনে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে বলে দাবি করেছেন জাপানের মার্কিন রাষ্ট্রদূত রাহাম এমান্যুয়েল জিনপিং নাকি PLA-তে ঐক্য ও স্থিতাবস্থা আনতে চাইছেন যা নিয়ে শাংফুর সঙ্গে মতপার্থক্য হচ্ছিল জিনপিংয়ের। সেই কারণেই নাকি তাঁকে সরিয়ে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এমনকি তাঁকে গুম খুন করা হয়েছে বলেও দাবি নেটিজেনদের একাংশের। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দাবি চীনে এখন সর্বেসর্বা হলেন একমাত্র শি জিনপিংই তিনি যা চাইছেন সেটাই করছেন।
আগে বিদেশমন্ত্রী তারপর রকেট ফোর্সের কমান্ডাররা আর এখন প্রতিরক্ষামন্ত্রী। তবে তারা নিখোঁজ হচ্ছেন তাদের কোথায় পাঠানো হচ্ছএ কেউ জানে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version