Children’s Day: আজ শিশু দিবস, জানেন কী ভারত ছাড়া আর কোথায় পালিত হয় চিল্ড্রেন’স ডে?

।। প্রথম কলকাতা ।।

Children’s Day: আজ শিশু দিবস (Children’s Day)। ১৪ নভেম্বর মূলত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতেইএই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। নেহেরুর জন্ম ১৮৮৯ সালের ১৪ নভেম্বর। দেশের স্বাধীনতা আন্দোলনেও তার যথেষ্ট ভূমিকা ছিল। বাচ্চাদের প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৫৫ সালে তিনি চিলড্রেনস ফিল্ম অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটি শুধুমাত্র বাচ্চাদের সিনেমার জন্য গড়ে তোলা।

জওহরলাল নেহরুর মৃত্যুর আগে ২০ নভেম্বর পালন করা হত শিশু দিবস হিসেবে। ১৮৬৪ সালে তিনি মৃত্যু বরণ করেন। তারপর থেকে পন্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালিত হত শিশু দিবস।

ভারতে বিশেষ ভাবে পালিত হয় এই দিনটি। কিন্তু জানেন কী ভারতের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি দেশে পালিত হয় আজকের এই দিনটি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন দেশে এই শিশু দিবস পালিত হয়?

ভারতের মতো অনেক দেশই নিজস্ব শিশু দিবস পালন করে থাকে। সারা বিশ্ব জুড়ে প্রায় ৫০টি দেশে পয়লা জুন শিশু দিবস পালন করা হয়। যদিও এই তালিকায় ব্রিটেন ব্যতিক্রম। আলাদাভাবে শিশু দিবস পালন করে না ব্রিটেন। আবার জাপানে শিশু দিবসে বাচ্চারা কোনও ছুটি পায় না।

আজকের এই বিশেষ দিনে শিশুদের জন্য আপনি রাখতে পারেন এই সমস্ত বার্তা—

তুমি আগামীদিনের আশা, আগামী ভোরের আলো। শিশু দিবসের তাই তোমায় জানাই একরাশ ভালোবাসা।

শিশুদের চোখেই রয়েছে দেশ গড়ার স্বপ্ন। তাই আজকের দিনে তোমার জন্য অনেক ভালোবাসা।

তোমরাই গড়বে আগামী দিনের সুন্দর পৃথিবী। শিশু দিবসে তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা।

শুধু এই সমস্ত বার্তাই নয় চাইলে আপনি আপনার বাড়ির বাচ্চাদের আপনার নিজের মনের থেকেও কিছু বলতে পারেন। আবার চাইলে আজকের দিনটা একটু পাশে থাকতে পারেন অসহায় দুঃস্থ শিশুদের। এই বিশেষ দিনটির অন্যতম উদ্দেশ্য শিশুদের সুরক্ষা, অধিকার সম্পর্ক ও ভবিষ্যৎ সম্পর্কে সকলকে সচেতন করা। দেশের ভবিষ্যৎ গঠনে, শিশুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, যাতে সঠিক পুষ্টি হয়, এই সমস্ত দিকই এদিন বিবেচনা করা হয়।

আসলে নেহরু বাচ্চাদের সঙ্গে মিশতেন একদম সাধারণ মানুষ হয়ে। সারাজীবন শিশুশিক্ষাকে অগ্ৰাধিকার দিতেন। শিশুদের কাছে জনপ্রিয় ছিলেন চাচা হিসাবে। তিনি বিশ্বাস করতেন সঠিক শিক্ষার মাধ্যমেই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। শিশুরাই একদিন দেশের নাম উজ্জ্বল করবে। বাচ্চাদের এত ভালোবাসতেন যিনি তার জন্মদিনই যে শিশু দিবস হবে তা বলাই বাহুল্য।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version