ISL: আইএসএল চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানাতে মোহনবাগান তাঁবুতে মুখ্যমন্ত্রী, ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা

।। প্রথম কলকাতা ।।

 

ISL: রবিবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতার ফুটবল জায়ান্ট এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। সোমবার আইএসএল চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানাতে মোহনবাগান তাঁবুতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, এটিকে মোহনবাগান এবং আরপিএসজি (RPSG) গ্রুপের পরিচালককে ‘এটিকে’ (ATK) কথাটি সরিয়ে ক্লাবের নাম মোহনবাগান রাখার পরামর্শ দিয়েছেন। যদিও আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জয়ের পরে ঘোষণা করেছিলেন যে এটিকে মোহনবাগান পরবর্তী মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে।

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি আগেই তাদের ‘এটিকে’ সরিয়ে দিতে বলেছি। আইকনিক ক্লাবের নাম মোহনবাগানের আগে এটা ভালো লাগে না। মোহনবাগান আইএসএলে ভালো করেছে। সঞ্জীব গোয়েঙ্কা ধনী তার টাকা আছে। তিনি খুব ভালোভাবে দল গঠন করেন। এটা এটিকে মোহনবাগান নয়। এটা মোহনবাগান। আর আমি বলব মোহনবাগানই চ্যাম্পিয়ন। আমি ‘এটিকে’ পছন্দ করি না। মোহনবাগান তো মোহনবাগান। এটি একটি আইকনিক ক্লাব। এই ক্লাবটি ব্রিটিশ এবং গোর্খাদের বিরুদ্ধে খেলেছে এবং জিতেছে।”

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবের উন্নয়নের জন্য এককালীন রাজ্য সরকারের অনুদান ৫০ লক্ষ টাকা ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মোহনবাগান ক্লাবের সমর্থকদের খুশি করতে এবং মিষ্টি খাওয়াতে এবং মোহনবাগান ক্লাবের উন্নয়নের জন্য আমি ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করছি। যত তাড়াতাড়ি সম্ভব মোহনবাগান ক্লাবকে টাকা দেওয়ার জন্য আমি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বলব। সব খেলোয়াড় সত্যিই দুর্দান্ত, আপনারা দুর্দান্ত। আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন।”

Exit mobile version