Bangladesh Election: হাওয়া বদল বাংলাদেশের রাজনীতিতে, কমছে বিএনপি’র শক্তি! নির্বাচনেই বড় খোলাসা

।। প্রথম কলকাতা ।।

Bangladesh Election: নির্বাচনের আবহে গরম বাংলাদেশের রাজনীতি। সাধারণত বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের কথা আসলেই প্রথম চলে আসে আওয়ামী লীগ আর বিএনপির কথা। কিন্তু ২০২৪ এ নির্বাচনের চিত্র হতে পারে একটু অন্যরকম। এমনটাই আশঙ্কা বহু বিশেষজ্ঞের। কারণ ইতিমধ্যেই বিএনপির বহু তাবড় তাবড় নেতারা গ্রেফতার হয়েছেন, আবার কেউ বা গিয়েছেন অন্তরালে। তাহলে কি, আরো বেশি সাফ হতে চলেছে আওয়ামী লীগের রাস্তা? কারণ সংবিধানের অধীনে নির্বাচন করতে চলেছে বাংলাদেশের শাসক দল। অপরদিকে অধিকাংশ রাজনৈতিক দল চাইছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বুঝতেই পারছেন, নির্বাচন হচ্ছে সংবিধান অনুযায়ী অর্থাৎ বিরোধী দলগুলোর দাবি যত দিন যাচ্ছে ততই ফিকে হয়ে যাচ্ছে। কাজে আসছে না অবরোধ থেকে আর শুরু করে হরতালের মতো কর্মসূচি।

সাধারণ হিসেব বলছে, ইতিমধ্যেই বিএনপি’র বহু শীর্ষ নেতা রয়েছেন আত্মগোপনে। গ্রেফতার মির্জা ফখরুলসহ বিএনপি’র প্রায় কুড়িজন কেন্দ্রীয় নেতা। এমত পরিস্থিতিতে আন্দোলনের জোর কিছুটা হলেও কমছে বলে মনে করছেন সমালোচকরা। একটা সময় বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে নেমেছিলেন তারাও ধীরে ধীরে নির্বাচনের পথে হাঁটছেন। সম্প্রতি একই দাবি রেখে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন জোট যুক্তফ্রন্ট।

নির্বাচনের এমন টানটান সময়ে, বিএনপি’র সমমননা যখন মত বদলাচ্ছে তখন কি মন বদলাবে বিএনপির? নির্বাচনে অংশগ্রহণ করবে কি? উঠছে নানান প্রশ্ন। বিএনপির সঙ্গে থাকা আন্দোলনকারী বহু রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে গুঞ্জন। তারাও নির্বাচনের পথে হাঁটার ভাবনা চিন্তা করছে। আবার কেউবা অনুপস্থিত থাকছে আন্দোলনে। আশ্চর্য বিষয়, যে সময় রাজনৈতিক দলগুলো বাংলাদেশ সরকারের পতনের জন্য আন্দোলনে নেমেছিল, সেই সরকারের অধীনে নির্বাচনে যেতে চাইছিল না, আজ তারাই সংবিধানের অধীনে নির্বাচনের সিদ্ধান্তকে মেনে নিয়েছে। গ্রহণ করছে মনোনয়ন পত্র। ধীরে ধীরে পরিবর্তন আসছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে।

বাংলাদেশের অন্যতম আরেকটি বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচনী যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছে। অথচ একটা সময় এই দল নির্বাচনে যাওয়ার বিষয়ে বেশ অস্পষ্টতা দেখিয়েছিল। সেই দলটাই এখন বলছে তারা কোন জোটে যাবে না, বরং এককভাবে প্রার্থী দেবে পুরো ৩০০ আসনে। এতদিন ধরে বিএনপির সাথে ৩৬টি রাজনৈতিক দল আন্দোলন করছিল। এখন সেখানে দেখা দিয়েছে বড়সড় ফাটল। তাই বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক দিন ভীষণ গুরুত্বপূর্ণ। মনোনয়ন দাখিলের সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে রাজনৈতিক ছক। কোন দল কোন দিকে যাচ্ছে, আর কোন দল নির্বাচনে যেতে চাইছেন না।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version