Chaitra Navratri 2023: চৈত্র নবরাত্রিতে মিলবে মা দুর্গার আশীর্বাদ, পুজোর সময় ভুলেও এই কাজ করবেন না

।। প্রথম কলকাতা ।।

Chaitra Navratri 2023: বছরে দু’বার নবরাত্রি (Navratri) আসে। একবার বাঙালির দুর্গাপুজোর সময়, আর একবার আসে চৈত্র (Chaitra) মাসে। নবরাত্রিতে মূলত দেবী দুর্গার (Durga) নয় রূপের আরাধনা করা হয়। দেবীর নয় রূপের আরাধনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। দেবীর নব রূপ হল, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশ্মাণ্ড, স্কন্দমাতা, কত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং শ্রীদাত্রী। নবরাত্রি পালনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ রীতিনীতি। চৈত্র নবরাত্রি (Chaitra Navratri) শুরু হবে ২২শে মার্চ থেকে।

শুভ সময়
২০২৩ এ চৈত্র নবরাত্রি শুরু হবে ২২শে মার্চ থেকে, শেষ হবে ৩০শে মার্চ। ঘট স্থাপন করতে পারবেন ২২শে মার্চ। ঘট স্থাপনের শুভ সময় ২২শে মার্চ সকাল ৬টা ৩০ থেকে সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। পঞ্জিকা ভেদে সময়ের পার্থক্য রয়েছে।

হিন্দু ধর্মে নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে, বিশ্বাস করা হয় নবরাত্রির দিনগুলিতে মা দুর্গা পৃথিবীতে বিচরণ করেন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন। অপরদিকে ভক্তরা মাকে খুশি করার জন্য নয়টি দিন উপবাস করে নানান নিয়ম পালন করেন। নবরাত্রির উপবাসের মহিমা শাস্ত্রে বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয়, কেউ যদি নবরাত্রির উপবাস পালন করেন তাহলে মা দুর্গার আশীর্বাদে সংসার সুখ, শান্তিতে সমৃদ্ধ হয়। নবরাত্রির ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, যা মেনে চলা উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version