Chaitra Navaratri 2023: আগামী মাসেই চৈত্র নবরাত্রি, জানুন কোন দিনে হবে কোন দেবীর পুজো ?

।। প্রথম কলকাতা ।।

Chaitra Navaratri 2023: অবাঙালি হিন্দুরা নবরাত্রি উৎসব পালন করে থাকেন। তাঁরা দেবী দুর্গার নয় রূপের আরাধনা করেন বছরের বিভিন্ন সময়ে। সর্বমোট বছরে চারবার পালিত হয় নবরাত্রি। দুটি গুপ্ত নবরাত্রি সহ চৈত্র ও শারদীয়া নবরাত্রি। চৈত্র মাসে পালিত নবরাত্রিকে চৈত্র নবরাত্রি (Chaitra Navaratri) বলা হয়। হিন্দু পঞ্জিকা মতে, এই চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয় চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে। পুজো করা হয় দেবী দুর্গার (Devi Durga) ৯ টি রূপকে। চলতি বছরে চৈত্র নবরাত্রি আগামী মাসের ২২ তারিখে। অর্থাৎ মার্চের ২২ তারিখে শুরু হবে নবরাত্রি এবং শেষ হবে ৩০ তারিখ। চলুন বিস্তারে জানা যাক চৈত্র নবরাত্রি সম্পর্কে।

কীভাবে স্থাপিত হয় চৈত্র নবরাত্রির কলস ?

কলস স্থাপন করার জন্য সর্বপ্রথম একদম সকালে ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দির পরিষ্কার করা হয় । তারপর সেখানে সাদা কিংবা লাল রঙের কোন কাপড় বিছিয়ে দেওয়া হয়। সে কাপড়ের উপরে দিতে হয় কিছু শস্য। তারপর কলসের মধ্যে জল ভরে তার ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে বেঁধে দিতে হবে সেটি। নবরাত্রির সময় মূলত দেবী দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করার জন্য সোনা, রূপা, তামা, পিতল কিংবা মাটির কলস স্থাপন করা হয়ে থাকে।

চৈত্র নবরাত্রির শুভ মুহূর্ত:

২০২৩ সালের ২২ মার্চ বুধবার চৈত্র নবরাত্রি শুরু হবে । ঘট স্থাপন করার শুভ মুহূর্ত হল সকাল ৬:২৩ থেকে ৭:৩২ মিনিট পর্যন্ত।

দেবীর কোন কোন রূপের পুজো হয় চৈত্র নবরাত্রিতে ?

ভক্তদের বিশ্বাস অনুযায়ী চৈত্র নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপনা করার পর নবরাত্রির ব্রত পাঠ করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও সংসারের সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version