।। প্রথম কলকাতা ।।
CAT 2022: সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি। ২০২২ এর ক্যাট পরীক্ষা হতে চলেছে ২৭শে নভেম্বর রবিবার। ইতিমধ্যেই প্রার্থীদের ক্যাট পরীক্ষার জন্য প্রবেশপত্র দেওয়া হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইট iimcat.ac.in এ গিয়ে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কমন অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ক্যাটের জন্য প্রার্থীদের মধ্যে জোর কদমে চলছে প্রস্তুতি। মূলত তিনটে শিফটে এই পরীক্ষা আয়োজিত হবে। সকাল ৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত, দুপুর ১২:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত, তারপর শেষ শিফটি হল বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যে ৬:৩০ পর্যন্ত। ক্যাট পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম রয়েছে যা পরীক্ষার্থীদের অবশ্যই মানতে হবে, না হলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। পরীক্ষা কেন্দ্র যাওয়ার আগে নিয়মের সমস্ত খুঁটিনাটি একবার চোখ বুলিয়ে নিন।
•অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তাই অ্যাডমিট কার্ড অবশ্যই কাছে রাখবেন। সাথে বহন করতে হবে একটি ফটো আইডি।
• অ্যাডমিট প্রিন্ট করবেন শুধুমাত্র A4 সাইজ পেজে। আপনার অ্যাডমিট কার্ড তখনই বৈধ বলে বিবচিত হবে যখন সেখানে ছবি এবং স্বাক্ষরের ছবি সঠিকভাবে মুদ্রিত হবে।
•অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের গুগল ম্যাপ লিংক এম্বেড করা হয়েছে। পরীক্ষার ফর্ম পূরনের সময় যে ছবি আপলোড করেছিলেন, অ্যাডমিট কার্ডে ঠিক সেই ছবি লাগাবেন।
•পরীক্ষার্থীদের নির্ধারিত শিফটের অন্তত ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। তবে আরো ভালো হয় যদি ৩০মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান।
•এমসিকিউ জাতীয় প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য মাউস ব্যবহার করে সঠিক বিকল্প নির্বাচন করবেন। আর নন এমসিকিউ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ব্যবহার করতে হবে অন স্কিন কিবোর্ড।
•পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পরই প্রার্থীদের দেওয়া হবে পেন এবং স্ক্রিবল প্যাড। পরীক্ষা শেষে ওই দুটি জিনিস নির্দিষ্ট বক্সে রেখে দিয়ে আসবেন।
•একাধিকবার একটি পরীক্ষায় উপস্থিত হওয়ার অনুমতি নেই। এমনটা করলে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। পরীক্ষা কেন্দ্রে কোন ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম