ইডেনে বিশ্বকাপ দেখতে পারবেন না বাংলাদেশীরা ? ভিসা জটিলতায় যে ফল ভুগতে হচ্ছে

।। প্রথম কলকাতা ।।

ভারতের ইডেনে ২৮ শে অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ, কিন্তু পড়শিদেশে বিশ্বকাপ দেখার সৌভাগ্য নেই অনেক বাংলাদেশীদের কপালে। না অন্য কোন কারণ নয়! একমাত্র ভিসা জটিলতায় ভারতে আসা থমকে গিয়েছে ওপারের বহু পর্যটকের। এতেই প্রশ্ন উঠছে এবারের ক্রিকেট বিশ্বকাপে ইডেন কী তবে থাকবে বাংলাদেশীশূন্য? আসল সমস্যাটা ঠিক কোথায়? চিকিৎসা, ব্যবসা থেকে শিক্ষা, ভ্রমণ-সহ বিভিন্ন কারণে বাংলাদেশের নাগরিকেরা সারা বছরই ভারতে যাতায়াত করেন। কিন্তু ইদানিং বাংলাদেশির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ভিসা সমস্যা।

এদিকে ইডেন গার্ডেন্সে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে ২৮ অক্টোবর। সেই ম্যাচটি খেলবে সাকিব আল হাসানের বাংলাদেশ। ইডেনেই এ বারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটি হবে ৩১ অক্টোবর। সে দিন পাকিস্তান নামবে বাংলাদেশের বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু যে ম্যাচ নিয়ে ওপারের মানুষদের এত আগ্রহ নিজের প্রিয় দলকে বিশ্বকাপে সমর্থন করতে সেই ক্রিকেটপ্রেমীরা চাইলেও ভারতে আসতে পারছেন না। অনেকেই বলছেন ভারতের ভিসা পাওয়া যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশীদের কাছে।জানা যাচ্ছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে ভারতীয় ভিসা পেতে দু মাস থেকে আড়াই মাস সময় লেগে যাচ্ছে। কখনো তাও হচ্ছে না। আগে আবেদন করলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে ভিসা পাওয়া গেলেও, এখন তা দুই থেকে তিন মাসেও মিলছে না। আর ভিসা দিলেও তার মেয়াদ ৩ থেকে ৬ মাস
এজন্য দুই পারের মানুষের যাতায়াত তলানিতে নেমে এসেছে।

ছোট ছোট কারণে ভিসা পিছিয়ে যাচ্ছে আবার কখনো ভিসা সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে। ভারতে নিজের দেশের খেলা দেখবেন বলে অপেক্ষা করেছিলেন বহু মানুষ কিন্তু ওই ভিসার জটিলতার কারণেই ভারতের খেলা দেখা বাতিল করতে হয়েছে অনেক ক্রিকেটপ্রেমীকে। কলকাতার সদরস্ট্রিট, মার্কুইসস্ট্রিট, ফ্রিস্কুল স্ট্রিটেই বাংলাদেশীরা এসে থাকেন। এইসব অঞ্চলে বাংলাদেশী পর্যটকদের ভিড় সারা বছর লেগেই থাকে। কিন্তু সেই সব এলাকা রীতিমতো এখন ফাঁকা। হোটেল ব্যবসায়ীরা আশা করেছিলেন পূজার মরশুমে ভিড় থাকবে কিন্তু সেগুরে বালি। আগে ব্যবসায়ীদের ১ বছর, ৩ বছর ও ৫ বছর মেয়াদে ভিসা দিত ভারতীয় হাইকমিশন। এখন সেখানে ব্যবসায়ীদের ৬ মাসের ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। বারবার ভিসা করতে নানা সমস্যায় শিকার হতে হচ্ছে। যারা আমদানি-রফতানি বাণিজ্য করেন তাদেরকে প্রতি সপ্তাহে ভারতে যেতে হয় কিন্তু বর্তমানে ভিসা সমস্যার কারণে ব্যবসায়ীরাও ভারতে ব্যবসায়িক কাজে যেতে পাছেন না। ফলে ব্যবসায়ীরা অর্থনৈতিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভারতীয় ভিসা পেতে এতো সময় লাগলে চিকিৎসা করাতেও আসতে পারছেন না অনেকেই। চেকপোস্ট এলাকায় ছোট ছোট দোকান দিয়ে ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশকে বিশ্বকাপে এবার নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তিনি ২০১১ সালেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। ৭ অক্টোবর হবে ম্যাচ।এবার বাংলাদেশের হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ক্রিকেটের নন্দন কাননে নিজের দলের ম্যাচ দেখার স্বপ্ন অধরা রয়ে যাবে বহু বাংলাদেশীদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version