।। প্রথম কলকাতা ।।
Business idea: শহর বা গ্রাম সব জায়গাতেই প্লাস্টিকের খেলনার চাহিদা রয়েছে। এছাড়া বিদেশেও রপ্তানী করা সম্ভব। ২৫০০০-৩০০০০ টাকা মূলধন নিয়ে প্লাস্টিকের খেলনা ব্যবসা শুরু করা যেতে পারে। বাচ্চাদের জন্য প্লাস্টিক দিয়ে বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী তৈরি করা হয়। প্লাস্টিক দিয়ে যেসব খেলনা তৈরি করা হয় তার মধ্যে- বল, পুতুল, গাড়ি, প্লেন, পিস্তল রয়েছে। এগুলি তৈরি করাও বেশ সহজ।
২৫ হাজার থেকে ত্রিশ হাজার টাকার মূলধন নিয়ে প্লাস্টিকের খেলনা তৈরি ব্যবসা শুরু করা যায়।প্লাস্টিকের খেলনা তৈরির ক্ষেত্রে মেশিন কিনতে হবে। প্রথমে দানা গুলোকে মেশিনের হাপরের মধ্যে ঢালতে হবে। এরপর হাওয়া মেশিন চালাতে হবে। যখন সিলিন্ডারে পিস্টনের চাপ পড়ে তখন প্লাস্টিক গরম হয়ে তরল আকারে বইতে থাকে। এরপর এই তরল প্রথমে ইঞ্জেকশন নলের প্রান্তে এসে পৌছায়। এর প্রধান মুখে একটি স্টক থাকে। এই স্টকের কাজ হল, যে বস্ত্তটি তৈরি করা হবে তার আকার দেওয়া হয়।স্টকে ছোট ছোট ছিদ্রপথ থাকে। এগুলোকে গ্রেডস বলে। এই গ্রেডস এর বিভিন্ন ছিদ্র পথে ছাঁচে গরম তরল প্লাস্টিক ভরে যায়।ছাঁচগুলোকে জল দিয়ে ঠান্ডা রাখতে হবে। মনে রাখতে হবে প্লাস্টিক যত তাড়াতাড়ি ছাঁচের ভিতর গিয়ে ঢুকবে ততই ভালো। বেশি দেরী হলে তরল প্লাস্টিক গ্রেডসে জমে যেতে পারে। তখন প্লাস্টিক ছাঁচে পৌছানোর পথে বাধা দেয়। এজন্য যতক্ষণ না প্লাস্টিক ছাঁচের মধ্যে পৌঁছাবে ততক্ষণ পিস্টনকে চাপের মধ্যে রাখতে হবে।ঠান্ডা হওয়ার পর ছাঁচটি খুলে প্লাস্টিকের খেলনাটি বের করে আনতে হবে।
প্লাস্টিকের খেলনা তৈরি করতে হলে কিছু ব্যপারে সাবধান থাকতে হবে। মেশিনে দানা ঢালার সময় সাবধান থাকতে হবে যেন সেগুলো নাকে মুখে না লাগে। এজন্য নাকে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করা উচিত। এই ব্যবসা ঘরে একা একাই করা যায়। আবার রাজ্যজুড়ে এর ভালো বাজারও রয়েছে। পুঁজির পরিমাণ বেশি থাকলে যে কোন ব্যক্তি প্লাস্টিকের খেলনা তৈরি ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম