Alka Yagnik: ভারতীয় শিল্পীর কাছে হার মানল BTS! বিশ্বরেকর্ড গড়লেন অলকা ইয়াগনিক

।। প্রথম কলকাতা।।

Alka Yagnik: সঙ্গীত দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী তিনি। সুর খেলা করে তাঁর গলায়। ৮ থেকে ৮০ সকলেই তাঁর গানে মুর্ছা যায়। প্রায় ৩ দশকের কাছাকাছি ভারতীয় সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। এবার তাঁর মুকুটে জুড়ল নয়া পালক। BTS-এর থেকেও তাঁর গান বেশি পছন্দ করে মানুষ। যদিও এটা তথ্য বলছে। পপুলার গায়কদের পিছনে ফেলে দিয়েছেন এই গায়িকা। ২০২২-এ বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পী হয়ে উঠেছেন অলকা ইয়াগনিক (Alka Yagnik)।

হ্যাঁ, তথ্য বলছে এমনটাই। গেল বছর ইউটিউবে (You Tube) তাঁর গানই নাকি সবথেকে বেশি শুনেছেন শ্রোতারা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২-এ ইউটিউবে ১৫.৩ বিলিয়নবার গান বেজেছে অলকার। হিসাব করলে প্রতিদিন গড়ে ৪২ বিলিয়নবার বেজেছে এই শিল্পীর গান। আর যে কারণেই ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন তিনি। এমনকি পেছনে ফেলে দিয়েছেন কোরিয়ান ব্যান্ড বিটিএসকেও।

বিশ্বব্যাপী এই ব্যান্ডের ভক্ত সংখ্যাও কম নয়। কিন্তু ওই বছর ৭.৯৫ বিলিয়নবার বেজেছে বিটিএস-এর গান। অন্যদিকে তালিকায় রয়েছেন উদিত নারায়ণ (Udit Narayan), অরিজিৎ সিং (Arijit Singh), কুমার শানুর মতো গায়করাও। তবে হতবাক করার বিষয় হলো এই যে, বিগত তিন বছর ধরে নিজের রেকর্ড ধরে রেখেছেন অলকা। ২০২০’তে তাঁর গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার, ২০২১-এ ১৭ এবং ২০২২-এ ১৫.৩। বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ তাঁর।

বহুবার সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে পুরস্কার পেয়েছেন। প্লেব্যাক সিঙ্গিংয়ের কুইন বলা হয়ে থাকে তাঁকে। ছয় বছর বয়সে অল ইন্ডিয়া রেডিও’তে গান গেয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ২০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন এখনও পর্যন্ত। কলকাতায় তাঁর জন্ম, ১০ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন মায়ানগরী অর্থাৎ মুম্বইতে। হিন্দি সিনেমার গানে বেশি সাফল্য পেয়েছেন তিনি। ‘দিল লাগা লিয়া’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কাভি আলভিদা না কেহনা’র মত একাধিক গান উপহার দিয়েছেন অলকা ইয়াগনিক। এদিন তাঁর এই প্রাপ্তি শুনে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। এখন মাঝেমধ্যেই বিচারকের আসনে দেখা যায় তাঁকে। সঙ্গীত জগতে তাঁর অবদান অপরিসীম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version