Strawberry Legs: পায়ে বেড়েই চলেছে বিন্দু বিন্দু কালো দাগ, কীভাবে মুক্তি পাবেন স্ট্রবেরি লেগ থেকে ?

।। প্রথম কলকাতা।।

Strawberry Legs: অনেক মহিলার পায়েই ছোট ছোট কালো দাগ দেখতে পাওয়া যায়। এই দাগগুলিকে অনেকেই এড়িয়ে যান , বিশেষ গুরুত্ব দেন না । কিন্তু এই দাগ পরবর্তীকালে আরও গাঢ় হয়ে উঠতে পারে । যা আপনার শর্ট লেন্থের পোশাক না পড়ার কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এই ধরনের পা-কে স্ট্রবেরি লেগ ( Strawberry Leg) বলা হয় । সাধারণত মহিলারা যখন ওয়াক্সিং করেন তারপর তাদের পা একেবারে তেলের মতো মসৃণ মনে হয়। কিন্তু কয়েকদিন পরেই রোম বাড়তে শুরু করে কাঁটার মত ছোট রোমগুলি হাতে ফোটে।

যখন ওয়াক্সিং করা হয় তখন লোমকূপের জায়গায় ভেতরের দিকে কিছু রোম থেকে যায় । যা ধীরে ধীরে একটা কালো দাগ (Black Spot) সৃষ্টি করে। এটি আপনার ত্বককে অনেক বেশি রুক্ষ, শুষ্ক এবং অবাঞ্ছিত কালো দাগ দিয়ে আবৃত করে তুলতে পারে । অনেক সময় ত্বকে উপস্থিত মৃত কোষের জন্যও এই ধরনের দাগগুলি দেখতে পাওয়া যায় । বহু মহিলারাই এই দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারের নানান দামীয় প্রসাধনী কিনে আনেন । কিন্তু ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা থেকে আপনি বাড়ি বসেও মুক্তি পেতে পারবেন, শুধুমাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ ব্যবহার করে।

১. চিনি এবং অ্যালোভেরা স্ক্রাব ( Sugar and Aloe Vera) : ২-৩ টেবিল চামচ চিনি, ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ নারকেল তেল একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আর তারপর সেই মিশ্রণটিকে পায়ে বৃত্তাকার গতিতে ১০-১৫ মিনিটের জন্য হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন । এরপর সাধারণ জল দিয়ে ধুয়ে লাগিয়ে নিন আপনার পছন্দের মশ্চারাইজার।

২. বেকিং সোডা ( Baking Soda) : এক টেবিল চামচ জল আর এক টেবিল চামচ বেকিং সোডা একসাথে মিশিয়ে পায়ে সমানভাবে লাগিয়ে রেখে দিন। ৪-৫ মিনিট পর সেটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩. শসা রোজ ওয়াটার স্ক্রাব ( Cucumber and Rose Water) : আপনি স্ক্রাব করার জন্য এক কাপ শসা কুচি, পাঁচ চামচ গোলাপ জল এবং আপনার পছন্দমত যেকোন এসেন্সিয়াল অয়েল কয়েক ফোঁটা নিতে পারেন। তারপর সেগুলোকে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে পায়ে ম্যাসাজ করুন । ১০-১৫ মিনিটের জন্য স্ক্রাব করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

* কী কী করলে স্ট্রবেরি লেগ হওয়ার সম্ভাবনা থাকে না ?

১. পা শেভ করার সময় অবশ্যই কোনো ময়েশ্চারাইজিং শেভিং লোশন বা ক্রিম ব্যবহার করুন । এতে আপনার পায়ের রোমগুলি কিছুটা নরম হবে এবং ইরিটেশনের হাত থেকেও মুক্তি পাওয়া যাবে।

২. গ্লাইকোলিক ও স্যালিসিলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন । এটি ত্বককে শুষ্কতা থেকে দূরে রাখে।

৩. পায়ে শেভিং করার আগে কিছুক্ষণ গরম জলে পা ভিজিয়ে রাখুন। এতে রোমের ফলিকল গুলি নরম হয়।

৪. শেভিংয়ের পর অবশ্যই কোন ময়েশ্চারাইজার বা বডি অয়েল ব্যবহার করবেন। এতে পায়ের ওই কালো দাগ হয় না।

৫. মুখের মৃত কোষগুলিকে যেমন সরিয়ে দেন তেমন পায়ের ত্বকের মৃত কোষগুলিকেও অপসারণ করা খুব জরুরী। তাই নিয়মিত পায়ের ত্বকেও এক্সফোলিয়েট করুন ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version