।। প্রথম কলকাতা।।
Tripura Assembly Election: মাস পড়লেই নির্বাচন নিয়ে হুড়োহুড়ি পড়ে যাবে রাজনৈতিক মহলে। যদিও এখনই হালকা-হালকা ব্যস্ততা নজরে এসেছে রাজনৈতিক দলগুলির অন্দরে। এদিকে ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৪৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর প্রথম প্রার্থী তালিকায় ঠাই হয়নি দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। কিন্তু কেন? নানা বিতর্কিত মন্তব্য করে সংবাদপত্রের শিরোনামে বারবার আসার কারণেই কি তাঁকে টিকিট দেওয়া সম্ভব নয় বলে মনে করছে দল? সে বিষয়ে কিছু জানা নেই কিন্তু ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতিমা দেবকে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বরদোয়ালি আসন থেকে দাড়াচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)।
প্রার্থীতালিকা নিয়ে শুক্রবারে বিজেপির (BJP) কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করে রাজ্যে ফেরেন ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজীব জানিয়েছেন, প্রার্থীতালিকায় দলিত, মহিলা সহ সকল শ্রেণী এবং বর্ণকে গুরুত্ব দেয়া হয়েছে। ২০১৮-র পর এবারও বিপুল জনসমর্থন নিয়ে জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। এমনটাই বক্তব্য রাজীবের। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিএমের জোটকে মানুষ ভালোভাবে নিচ্ছে না।
২০১৮-য় সকলকে অবাক করে দিয়ে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন দল। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় জয় হাসিল করে বিজেপি। প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩.৫৯ শতাংশ। ১৬টি আসন পেয়ে পরাজয় স্বীকার করতে হয়েছিল বামফ্রন্টকে। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? সবটাই বোঝা যাবে নির্বাচনের পর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম