New Zealand Earthquake: বড়সড় ভূমিকম্প, আসতে পারে সুনামি! নিউজিল্যান্ড বারংবার প্রকৃতির রোষে কেন?

।। প্রথম কলকাতা ।।

New Zealand Earthquake: আসছে ভয়াবহ সুনামি (Tsunami), কেঁপে উঠল নিউজিল্যান্ড (New Zealand)। বৃহস্পতিবার (Thursday) সকালে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.১, যার উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

গোটা বিশ্বজুড়ে এখন যেন রাজ চালাচ্ছে ভূমিকম্প। সম্প্রতি ঘটা তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্পের ক্ষত এখনো দগদগে রয়েছে। এই দুই দেশ ক্ষতির বোঝা কবে যে সামলে উঠবে তা এই মুহূর্তে বলা বেশ মুশকিল। তারপর থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সময় ভূমিকম্পের ঘটনা ঘটছে। সেই তালিকা থেকে বাদ পড়েনি ভারতও। তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্পের পর ইতিমধ্যেই নিউজিল্যান্ড থেকে অন্তত দু’বার বড়সড় ভূমিকম্পের খবর এসেছে। বৃহস্পতিবার ঘটা ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৭.১। যদিও নিউজিল্যান্ডে ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি, তবে বড়সড় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের সূত্রের খবর অনুযায়ী, এই ভূমিকম্পের উৎস খুব একটা গভীরে ছিল না। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। পাশাপাশি মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম সুনামির সতর্কতা জারি করেছে। এই সতর্কতা প্রযোজ্য ৩০০ কিলোমিটার ব্যাসের একটি এলাকায়। যদিও এখানকার দ্বীপগুলিতে মানুষের বসবাস সেভাবে নেই। অপরদিকে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ভূমিকম্পের পর কোন সুনামির সতর্কতা জারি করেনি। কিছুদিন আগেই ঘূর্ণিঝড়ের ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। গ্যাব্রিয়েলের ধাক্কায় রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিল নিউজিল্যান্ডের বহু এলাকা। নিউজিল্যান্ড অবস্থান করছে প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেটের একেবারে মাঝে, তাই দেশটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version