।। প্রথম কলকাতা ।।
Russia-Ukraine war: পাকিস্তানের গন্ডগোলের ফাঁকে রাশিয়া এ কি করল? ইউক্রেনে ভাবল এ যেন অ্যাটম বোমা বিস্ফোরণ। রাশিয়া এ কোন বোমা যা ঘুম উড়িয়ে দিল আমেরিকার। রুশ কমান্ডারে চাণক্য নীতি ঘুরিয়ে দিল যুদ্ধের নকশা। গোটা বিশ্ব যখন পাকিস্তান, পাকিস্তানের ইমরানের খানের গ্রেফতারি-মুক্তি নিয়ে ব্যস্ত তার ফাঁকেই ইউক্রেনের পর বড় হামলা করে দিল মস্কো।
ইউরাএশিয়ান টাইমসের রিপোর্ট বলছে পুতিন এবার ব্রহ্মাস্ত্র TU-95 বম্বার দিয়েই অ্যাটাক করলেন। আমেরিকার প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম কেন আটকাতে পারল না? আগে জানতে হবে তবে সেরার সেরা TU-95 বম্বার আসলে কি? ড্রোন, মিশাইল, এসব তো এখন পুরোনো যুক্তরাষ্ট্রের রাতের ঘুম উড়াচ্ছে এই বম্বার। এই পরমাণু যোদ্ধা একবার মিশনে বের হলে প্রায় ১১ হাজার কিমি এলাকায় জারি হয় কার্ফু। কৃষ্ণসাগর হোক বা বাল্টিক সাগর বা নর্থ আটলান্টক সাগর। TU-95 উড়লে ন্যাটো তাদের ফাইটার জেট নামিয়ে নেয়। রিপোর্ট বলছে ১৭ টা TU-95 বম্বার ইউক্রেনের ওপর ছেড়েছে রাশিয়া। পুতিনের আদেশেই নাকি কৃষ্ণসাগরের ওপর ১৫টা TU-95 বম্বার ও ২ টো TU-160 বম্বার ঘোরাফেরা করছিল। একবার ইউক্রেনকে নিশানা করে একের পর এক ক্রুজ মিশাইল ছাড়তে থাকে TU বম্বার।
ইউক্রেনে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমও ফেল হয়ে যায় এই বম্বারের অ্যাটাকে। আমেরিকার প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিয়েছে ইউক্রেনকে। কিন্তু রুশ কমান্ডার তার আগেই চেলে দিল অন্য এক চাল। TU-95 বম্বার দিয়ে হামলার আগে TU-95 বম্বারের একটি ডিকয় উড়িয়ে দেওয়া হয়। ডিকয় হল একধরণের ডামি, যার মধ্যে কোনও হাতিয়ার থাকে না আর এটা তুলনামূলক কম দামের হয়। এতেই প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম গুলিয়ে ফেলে নিশানা। TU-95 বম্বার দিয়ে এত বড় হামলার আশঙ্কা না করেছিল ইউক্রেন নাই করেছিল আমেরিকা।
বলা হচ্ছে এই বম্বার দিয়ে দুধরণের মিশাইল দাগা হয়েছিল। প্রথমত KH-101 ক্রুজ মিশাইল। দ্বিতীয়ত KH-555 ক্রুজ মিশাইল। রাশিয়ার এমন মিশাইল মাটিতে পড়লে নাকি ৫০ ফুট পর্যন্ত গর্ত হয়ে যায়। ইউক্রেনেও কি তেমনটাই হল? এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও পরিমাণ প্রকাশ্যে আনেনি ইউক্রেন। তবে কিয়েভ দাবি করছে TU-95 বম্বার দিয়ে দাগা মিশাইলের মধ্যে ১৫ টা ক্রুজ মিশাইল ভূপতিত করেছে কিয়েভ৷ বিশেষজ্ঞরা বলছেন এবার কিন্তু হামলা আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা থাকছে৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম