Chaitra Amavasya 2023: ভৌমবতী অমাবস্যায় মিলবে পূর্বপুরুষদের আশীর্বাদ, বিশেষ উপায়ে হবেন লাভবান

।। প্রথম কলকাতা ।।

Chaitra Amavasya 2023: ২১শে মার্চ মুক্তি পেতে পারেন অতৃপ্ত আত্মার প্রভাব থেকে। মিলতে পারে পিতৃ পুরুষদের আশীর্বাদ। কারণ ২১শে মার্চ পালিত হবে চৈত্র অমাবস্যা (Chaitra Amavasya)। এই অমাবস্যাকে অনেকে বলেন ভূতরী অমাবস্যা কিংবা ভৌমবতী অমাবস্যা। এই অমাবস্যাকে ঘিরে সমাজে প্রচলিত রয়েছে নানান বিশ্বাস এবং ধ্যান-ধারণা। মনে করা হয়, এই দিন নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্য পালন করতে হয় বিশেষ কয়েকটি নিয়ম। সাধারণত ভৌমবতী অমাবস্যা পালন করা হয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষে। পাশাপাশি এই অমাবস্যায় সামান্য উপায়ের মাধ্যমে কোন ব্যক্তি ঋণের বোঝা থেকে মুক্তি লাভ পেতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version