Business idea: বিয়ের মরসুমে সেরা ব্যবসা, উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা

।। প্রথম কলকাতা ।।

Business idea: আমরা অনেকেই ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে চাই। তবে যে কোনো ব্যবসা করলেই সহজে বড়লোক হওয়া সম্ভব নয়। যে কোনো ব্যবসার জন্য নির্দিষ্ট প্ল্যানিং দরকার। এছাড়াও যে ব্যবসায় আপনি নামবেন সেটি সম্পর্কে আপনাকে সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হবে।

ইদানিংকালে বিয়ের অনুষ্ঠানে ডিজে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। একের পর এক গানের মিশেল। গানগুলো এমন ভাবে একে অন্যের সঙ্গে জড়িয়ে যায় সেগুলো বুঝে ওঠা যায় না। এ যেন একই অঙ্গে কত রূপ। আর সেই গানের তালে পা মিলিয়ে শরীরে তরঙ্গ তুলে নাচেন অনেকেই।

বিয়ের অনুষ্ঠানে নাচ গান ছিল একচেটিয়া। এক সময় বাঙালির বিয়ের বাজনা মানেই ছিল নহবত। যারা নহবত বসাতে পারতেন না তারা মাইকে বাজাতেন প্লে রেকর্ড। তাতে বাজতো পিলু বা খাম্বাজ। এখনো মুষ্টিমেয় বাঙালি সেই পরম্পরা বজায় রেখেছে। কিন্তু পৃষ্ঠা উলটোলে এখন অন্য সংযোজন চোখে পড়বে। বাঙালি এখন বিয়েতে ডিজে এনে নাচ গানে মেতে উঠেছে। এই উল্লাসে শামিল হচ্ছেন মধ্যবিত্ত পরিবার। লাইভ ব্যান্ড এনে নাচ, গানের বদলে ডিজে আনতেই বেশি পছন্দ করছেন সকলে।

শুধু বিয়েতেই নয় জন্মদিন বিবাহ বার্ষিকী ছোট বড় নানান অনুষ্ঠানে এখন ডিজে দেখা যায়। এই ব্যবসাটা সারা বছর ধরে চলে। আপনি চাইলে এই ডিজের ব্যবসার করে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। তবে এই ব্যবসার ক্ষেত্রে প্রথমে আপনাকে বিনিয়োগ করতে হবে। ডিজের ব্যবসার শুরুতেই প্রায় তিন লাখ টাকা বিনিয়োগ করতে হবে। কারণ সাউন্ড বক্সিং এর ব্যাপার গুলো আপনি যদি ভালো করে শিখে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ব্যবসা থেকে প্রচুর লাভ হতে পারে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version