Round Up 2022: বেজেছে বিয়ের সানাই, বাইশে বিয়ের পিঁড়িতে বসলেন যে সকল টলি তারকারা..

।। প্রথম কলকাতা ।।

Round Up 2022: দেখতে দেখতে আরও একটা বছর শেষ হতে চলল। প্রতি বছরের মতো এই বছরও কেউ কিছু হারিয়েছে, আবার কেউ কিছু পেয়েছে। কেউ নিজের কর্মজীবনে উন্নতি করেছেন তো কেউ নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছেন। কেউ নিজের ডিপ্রেশন থেকে বেরিয়েছেন, তো কেউ নিজের ভালোবাসার সঙ্গীকে খুঁজে পেয়েছেন। কেউ হারিয়েছেন নিজের প্রিয় মানুষটিকে, আবার কেউ হদিশ পেয়েছেন শান্তির। পিছন ফিরে তাকালে দেখা যায়, এবারের বছরটা টলিউডের নায়িকাদের জন্য বেশ ভালই ছিল। এবারে বিয়ের পিঁড়িতে বসেছেন টলিউডের (Tollywood Industry) বেশকিছু সেলেব। তালিকায় নাম রয়েছে-

প্রান্তিক বন্দ্যোপাধ্যায় – অঙ্কিতা চক্রবর্তী (Prantik Banerjee-Ankita Chakraborty)-

একজনকে প্রায়ই খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর অন্যজন কখনও হিরোইন আবার কখনও খল চরিত্রে ধরা দেন টিভির পর্দায়। এবছর বিয়ের পিঁড়িতে বসেছেন টলিউডের এই দুই পরিচিত মুখ। শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে বসেছিল এই বিয়ের আসর। সিকিমের একটি ছোট্ট গ্রামে বন্ধু-বান্ধবদের নিয়ে বিয়ে সাড়েন প্রান্তিক ও অঙ্কিতা। তাঁদের বিয়ের কথা টের পায়নি কাকপক্ষীতেও। পরে সংবাদমাধ্যমে নিজেরা সেই সুখবর দেন। হয়নি কোনও মন্ত্রোচ্চারণ, না হয়েছে কোনও সইসাবোদ। প্রকৃতিকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য একে অপরের হাত ধরেছেন প্রান্তিক ও অঙ্কিতা। বন্ধুত্ব দু’জনের প্রায় ১০ বছরের। কিন্তু প্রেমের বয়স যদিও বেশি না। চুটিয়ে এখন সংসার করছেন এই দুই তারকা।

কিঞ্জল নন্দ – নম্রতা ভট্টাচার্য (Kinjal Nanda-Namrata Bhattacharya)-

চলতি বছর বিয়ে করেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা কিঞ্জল নন্দ। প্রেমিকা নম্রতা ভট্টাচার্যের সঙ্গে সামাজিকভাবে বিয়ে সেড়েছেন এই অভিনেতা‌। রেজিস্ট্রি করে নিয়েছিলেন আগেই, পরে বাঙালি রীতিনীতি মেনে আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ওয়েব ছবি থেকে সিনেমা সব জায়গায় দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন কিঞ্জল। পেশায় চিকিৎসক, কিন্তু বাংলা থিয়েটারের সঙ্গে আচমকাই জড়িয়ে পড়েন। ধীরে ধীরে রঙ্গমঞ্চে খ্যাতি, আর তার পর OTT এবং বড় পর্দায় কাজ করা। পড়াশোনার সময় তাঁর আলাপ হয়েছিল নম্রতার সঙ্গে। আর তারপর প্রেম। তবে তাঁদের বিয়ে ছিল অন্যান্য বিয়ের থেকে আলাদা। মহিলা পুরোহিতরা তাঁদের বিয়ে দিয়েছেন। বৈদিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন দুজনায়।

ঋতজিৎ চট্টোপাধ্যায় – অর্পিতা তিওয়ারি (Hritojeet Chatterjee- Arpita Tewary)-

টালিগঞ্জে বেশ পরিচিত নাম ঋতজিৎ চট্টোপাধ্যায়। তাঁর মহিলা ভক্তের সংখ্যা কম কিছু নয়। তবে এবছর সেই সকল ভক্তদের হৃদয় ভেঙে বন্ধু অর্পিতাকে বিয়ে করেছেন অভিনেতা। বাঙালি রীতি মেনে বিয়ে হয়েছে ‘লালকুঠি’ ও ‘আমার দুর্গা’ খ্যাত অভিনেতার। বিয়ের দিন টকটকে লাল বেনারসিতে বাঙালি কনের সাজ যেমনটা হয়, ঠিক তেমনটাই লেগেছে অর্পিতাকে। বিয়ের ঠিক কয়েকদিন আগেই ‘দিদি নম্বর ওয়ান’-এ গিয়েছিলেন ঋতজিৎ আর অর্পিতা। সেখানে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

অভিষেক সাহা – নিবেদিতা বিশ্বাস (Abhisekh Saha-Nibedita Biswas)-

‘বিবি চৌধুরানী’র নায়িকা কে ছিল মনে আছে? বা ‘বয়েই গেল’র রাধিকাকে? প্রায় ৮ বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। ‘জি বাংলা’র পর্দায় ‘লিডিং লেডি’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন নিবেদিতা বিশ্বাস। অভিনয় জগতকে আচমকাই বিদায় জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু দর্শকদের স্মৃতিতে আজও তিনি রয়েছেন। চলতি বছর বিয়ে সেরেছেন এই তিনি। বর কে? নাম অভিষেক সাহা। একটা সময় সেও কাজ করেছেন বাংলা টেলিভিশনে। ২০১৩ সালে ‘স্টার জলসা’র অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘মৌচাক’-এ লিড হিরো ছিলেন তিনি। একইভাবে নিবেদিতার মতো তিনিও নিজের অভিনয় কেরিয়ারে দাঁড়ি টেনেছেন। আর আজ তাঁরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি তাঁদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই ‘এই রাত তোমার আমার’ গানে রোম্যান্টিক নাচে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁদেরকে।

অর্ণব রায় – পৌষ্মিতা গোস্বামী (Arnab Roy-Poushmita Goswami)-

‘বাঘ বন্দি খেলা’, ‘ওগো নিরুপমা’, ‘সাঁঝের বাতি’ ‘রিমলি’ সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে পৌষ্মিতাকে। বরও টলিউডের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব। বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক অর্ণব রায়ই পৌষ্মিতার স্বামী। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের দরুন আলাপ দু’জনের। আইনি বিয়ে সারবার ৬ মাসের মধ্যেই সামাজিকভাবে বিয়ে করেছেন। বিয়ের দিন অভিনেত্রীর সাজের দিকে সকলের নজর গেছে। বিয়েতে পরেছিলেন জাঙ্ক জুয়েলারি। সব নিয়ম-নীতি মেনে হয়েছে মালাবদল, সিঁদুর দান।

জয়দীপ চট্টরাজ – সিমিতা কুন্ডু (Joydeep Chattaraj-Simita Kundu)-

অনেকের কাছে হয়তো নামটা না শোনা হতে পারে। ‘বেহুলা’, ‘ইচ্ছে ডানা’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন সিমিতা‌। বলিউডেও পাড়ি দেন অভিনেত্রী। সেখানেও জনপ্রিয় ধারাবাহিকে দর্শকেরা তাঁকে দেখেছেন। ফ্র্যঙ্কলি ফ্রেন্ডলি নামে তাঁর প্রযোজিত একটি কাজে অভিনয় করেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। এবার বহু দিনের পুরনো বন্ধু জয়দীপ চট্টরাজের সঙ্গে সংসার জীবনে পদার্পণ করেছেন এই অভিনেত্রী। কাজের ক্ষেত্রে মুম্বইতেই বেশিরভাগ সময়টা কাটাতে হলেও, বিয়ে করেছেন সেই নিজের শহরে। শহরতলীতেই বসেছিল তাঁর বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে অ্যাক্টিভ নন তিনি। তাই তাঁর বিয়ের ছবি সেভাবে দেখা যায়নি নেটমাধ্যমে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version