Business Idea: অল্প পুঁজিতে হন আত্মনির্ভরশীল, রইল ছোট-বড় পাঁচটি ব্যবসার হদিশ

।। প্রথম কলকাতা ।।

Business Idea: করোনা পরবর্তী সময়ে বহু মানুষ নিজের ভালো বেতনের চাকরি হারিয়েছেন। এই বিষয়টি যেমন একদিকে খারাপ তেমনি অন্যদিকে করোনা পরবর্তী সময়েই মানুষ ব্যবসার দিকে ভীষণভাবে ঝুঁকেছেন। ছোট বড় বিভিন্ন ব্যবসাকে অবলম্বন করে স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছেন তাঁরা। অনেকেই এমন রয়েছেন যারা অল্প টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করার চেষ্টা করছেন। আবার অনেকে পাকাপোক্তভাবে কোন ব্যবসা দাঁড় করাতে চাইছেন। এমন পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন হল কোন ব্যবসা বেশি লাভজনক হবে। আজকের প্রতিবেদনে সেই রকমই কিছু ব্যবসা সম্পর্কে আলোচনা করা হল।

১. আয়ুর্বেদিক দ্রব্য বিক্রির ব্যবসা: ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশ্রিত প্রোডাক্টে বাজার ছেয়ে গিয়েছে। কোন প্রোডাক্ট আপনার জন্য ভালো এবং কোন প্রোডাক্ট আপনার জন্য খারাপ এটি বাছাই করতে গিয়ে রীতিমত নাকানি-চোবানি খাওয়ার জোগাড়। তাই বর্তমানে মানুষের মধ্যে চাহিদা বৃদ্ধি পেয়েছে আয়ুর্বেদিক প্রোডাক্টের (Ayurvedic Products)। কারণ এর উপকারিতা অনেক উচ্চ স্তরের এবং আয়ুর্বেদিক ওষুধ থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যের গুণাগুণ অস্বীকার করতে পারেন না সাধারণ মানুষ। তাই আপনি যদি আয়ুর্বেদিক দ্রব্য বিক্রির ব্যবসা শুরু করেন তাহলে ভালো অঙ্কের অর্থ উপার্জন করার আশা রয়েছে।

২. নুডুলস তৈরির ব্যবসা: ৮ থেকে ৮০ সকলেরই নুডুলস ভীষণ পছন্দের একটি খাবার এই নুডুলস তৈরি করার ব্যবসা (Noodles Making Business) যদি আপনি শুরু করতে পারেন তাহলে ভালো মুনাফা লাভ করার আশা থাকে। তবে এই ব্যবসায় কিছুটা বেশি পরিমাণে পুঁজি বিনিয়োগ করতে হয়। নুডুলস তৈরি করতে প্রথম এবং প্রধান জিনিস হল তার মেশিন সেটির বাজার মূল্য ৪০ হাজার টাকা থেকে শুরু হয়। এই কারণে এই ব্যবসাটি শুরু করতে কিছুটা মোটা অঙ্কের টাকা হাতে নিয়ে নামাই ভালো।

৩. ক্যাটারিংয়ের ব্যবসা: সারা বছরজুড়ে বিয়ে বাড়ি, জন্মদিন, অ্যানিভার্সারি এইরকম বহু উৎসব অনুষ্ঠান লেগেই রয়েছে। আগেকার দিনের পরিবারের সদস্যরা মিলেই রান্নাবান্নার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতেন। কিন্তু এখনকার দিনে তেমনটা দেখতে পাওয়া যায় না। সমস্ত দায়িত্ব দেওয়া হয় ক্যাটারিং সংস্থাকে । খাবার তৈরি করা থেকে শুরু করে তা পরিবেশন করা সমস্তটাই দেখভাল করেন তাঁরা। কাজেই এখন ক্যাটারিংয়ের ব্যবসায় (Catering Business) প্রচুর টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। প্রতিযোগিতার বাজারে এই ব্যবসায় টিকে থাকতে গেলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।

৪. হোম গার্ডেনিং এর ব্যবসা (Home Gardening): নিজের বাড়িকে সুন্দরভাবে সাজাতে কে না ভালোবাসেন? বাড়িঘর ডেকোরেশনের জন্য ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন শোপিস, ভালো প্লান্টার খুঁজে থাকেন অনেকেই। কাজেই এই সব কিছুর একটি দোকান যদি আপনি দিতে পারেন তাহলে তা বেশ লাভজনক। এছাড়াও এমন অনেকেই রয়েছেন যারা গাছ পছন্দ করেন। কিন্তু গাছের কীভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে বিশেষ জ্ঞান নেই। তাঁরা চান কেউ যাতে নিয়মিত এসে তাদের বাড়ির গাছগুলির পরিচর্যা করুক । এই ধরনের কাজ শুরু করতে পারলেও আয় মন্দ হবে না।

৫. আচার তৈরির ব্যবসা: যারা বর্তমানে গৃহবধূ কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য আচার তৈরির ব্যবসা (Pickle Making Business) একটা দারুন অপশন হতে পারে। কারণ এই কাজটি সম্পূর্ণভাবে আপনাকে বাড়িতে বসে করতে হবে। প্রথমে মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগ করার কোনরকম প্রয়োজন নেই । সেটি যদি সুস্বাদু ও ভালো উপকরণ দিয়ে তৈরি করা হয় তাহলে ক্রেতার অভাব পড়বে না । এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনাকে ১০ থেকে ১৫ হাজার টাকা হাতে রাখতে হবে। আজকাল বিদেশেও এদেশ থেকে আচার তৈরি করে রপ্তানি করা হয়, যা অত্যন্ত লাভজনক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version