।। প্রথম কলকাতা ।।
Dragon fruit: বাজারে বিক্রি হওয়া ড্রাগন ফল থেকে সাবধান। বাইরে থেকে দেখলে বুঝতেও পারবেন না আসলে কী খাচ্ছেন! ড্রাগনের নামে আপনি কী মুখে তুলছেন জানেন? সতর্ক হন বাংলাদেশিরা। ফলের সামনের দিকেই বড় বিপদ লুকিয়ে। অজান্তে বিষ খাচ্ছেন না তো! এই ফলের নামে চলছে বড় জালিয়াতি। নতুন ফল দেখে অনেকেই আগ্রহর বশে কিনে খান। বাজার থেকে যে ড্রাগন কিনছেন সেটাই আসল তো ? এই ভিডিওটা দেখার পর এবার থেকে আপনার মনেও এই প্রশ্ন উঠবে। এই ফলটির এখন প্রচুর চাহিদা তারই সুযোগ নিচ্ছে এক শ্রেণির মানুষ। ফল কিনলেই হবে না এগুলো লক্ষ্য করে ভালো করে খুঁটিয়ে দেখে তবেই কিনতে হবে নাহলে বড় সর্বনাশ।
ড্রাগন ফলের মধ্যএ বহু পুষ্টিগুণ রয়েছে। তাই যত দিন এগোচ্ছে এই ফলের চাহিদা বাড়ছে। তারই সুযোগ নিচ্ছে একদল। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন ভাইরাল। যা দেখলে সত্যিই চিন্তা হবে আপনার। আগে যেখানে ড্রাগন ফলের ওজন হত বড়জোর ২০০-২৫০ গ্রাম সেখান থেকে এখন ওজন বেড়ে হয়েছে ৯০০ গ্রাম। এমনই ড্রাগন ফল ছেয়ে গিয়েছে বেশিরভাগ বাংলাদেশের বাজারে। এখানেই প্রশ্ন উঠছে দিন দিন ড্রাগন ফলের ওজন বাড়ছে কেন? শুধু তাই নয় আগে এই ফলের রঙ থাকতো পুরপুরি লাল। সেখানে এখন যেগুলো বাজারে পাওয়া যায় তাতে সবুজের পরিমাণটাই বেশি। ফল কাটলে বুঝতে পারবেন খোসা অনেক পুরু হয়ে গিয়েছে। এখানেই তো প্রশ্ন উঠছে হঠাৎ ড্রাগন ফলের এতো বদল কীভাবে হল?
ড্রাগন ফল এখন যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে তাতে লক্ষ্য করলে দেখা যাবে সামনের কুড়ি টা নেই। অথচ কিছুদিন আগেও দেখা যেত। তার উত্তরও পাওয়া গিয়েছে। এই সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে চাহিদা বেড়ে যাওয়ার জন্যই ফলের সামনে কুড়ি বার করে রাসায়নিক স্প্রে করা হয়। তাতেই ফলের আকার দ্বিগুণ হয়ে যায়। রঙ পুরোপুরি লাল হওয়ার আগেই পেকে যায়। তখন বিক্রি করা ছাড়া উপায় থাকে না। এভাবেই ফলন বৃদ্ধির জন্য এই উপায় বেছে নিচ্ছে কৃষকদের একাংশ। যার ফলে ফলের গুণ নষ্ট হয়ে যাচ্ছে বলছেন পুষ্টিবিদের একাংশ।
হার্টের জন্য ভীষণ উপকারী এই ফল। যারা হার্টের সমস্যায় কাবু, তারা ড্রাগন ফল খেতেই পারেন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ড্রাগন ফল রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। সপ্তাহে কয়েকদিন ড্রাগন ফল খাওয়ার ফলে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুলের উজ্জ্বলতা বাড়ে। কিন্তু নানা উপকারিতার জন্য আপনি তো এই ফল খাচ্ছেন। তাতে আদৌ লাভ হচ্ছে কি! এই রাসায়নিকের জেরে সব নষ্ট হচ্ছে না তো। প্রশ্ন তুলছেন অনেকেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম