ভারতীয় রুপির কাছে ধরাশায়ী বাংলাদেশি টাকা! ১০০ টাকায় কত রুপি পাবেন?

।। প্রথম কলকাতা ।।

বাংলাদেশি টাকা কি ভারতীয় রূপির কাছে ধরাশায়ী? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি কি বাংলাদেশ থেকে ভারতে আসছেন? বাংলাদেশের ১০০ টাকা ভারতে কত? ভারতীয় রুপিতে আপনি ঠিক কত টাকা হাতে পাবেন? জেনে রাখুন। না হলে পরে পস্তাবেন। ফেল করবে আপনার বাজেট।

বাংলাদেশের ১০০ টাকা ভারতীয় রুপিতে কত? এটা জানতে কলকাতায় চক্কর কাটল ‘প্রথম কলকাতা’র ক্যামেরা। মিশ্র প্রতিক্রিয়ায় যে উত্তর উঠে এল তা কিছুটা হলেও হতাশা জনক। কলকাতা বুকে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকরাই নন, বেশ সমস্যায় পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা। বিশেষ করে পর্যটকদের উপর নির্ভর করে যাদের খাবার জামাকাপড়সহ নানান দোকান রয়েছে তারাও চিন্তিত। ক্রেতাদের হাতে টাকা না থাকলে তারা জিনিস কিনবেন কি করে?

যারা বাংলাদেশ থেকে ভারতে আসছেন, তাদের বাজেট ফিক্সড, কিন্তু প্ল্যান প্রচুর। কেউ পড়াশোনার জন্য আসেন, কেউ চিকিৎসা আবার কেউ বা ব্যবসায়িক কাজে ভারতে আসছেন। প্রতিবছর ভারতে আসেন প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশি পর্যটক। যাদের অধিকাংশই আসেন চিকিৎসা করাতে। তবে ভারতে শপিংয়ের পাশাপাশি থাকা খাওয়ার একটা খরচ রয়েছে। অথচ বাংলাদেশ থেকে ভারতে আসার সময় যদি ৩০ থেকে ৪০ হাজার টাকার একটা বাজেট করেন ভারতে এসে পাচ্ছেন তার থেকেও অনেক কম টাকা অর্থাৎ আপনার বাজেট করা সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। ধরুন যে টাকায় এক সপ্তাহর খাওয়া খরচের জন্য রেখেছিলেন সেটা ভারতে এসে তিন দিনের খাবার খরচেও কুলোতে পারছেন না।

এই মুহূর্তে বাংলাদেশি ১০০ টাকা দিলে কলকাতায় হাতে পাবেন ৭৪.২০ টাকা। হিসাব অনুযায়ী বাংলাদেশী টাকা তুলনায় প্রায় ২৬টাকা কম। এই দর কিন্তু ওঠা নামা করে। বাংলাদেশের ১০০ টাকার পরিবর্তে ভারতীয় রূপির এই ৭৪.২০ টাকাটা মোটামুটি এখন হায়েস্ট রেট। কিছুদিন আগেও অনেকটা কম ছিল। তখন ১০০ টাকায় পাওয়া যাচ্ছিল ৭৩.৬০ রুপি। কলকাতা এলে টাকা এক্সচেঞ্জের জন্য বহু অপশন রয়েছে। সব জায়গায় রেটও সমান নয়। কিছুটা পয়সার হেরফের থাকে। অনেকে আবার বর্ডার থেকেই টাকা এক্সচেঞ্জ করে নেন। বাংলাদেশের দিনাজপুর রংপুর থেকে আসা এক ব্যক্তি ‘প্রথম কলকাতা’কে জানান, তিনি হিলি স্থল বন্দর থেকে ১০০ টাকায় পেয়েছেন ৭৫ টাকা। ২০২২ এর নভেম্বর নাগাদ তখন তখন পাওয়া যাচ্ছিল ৭৬.৪০ টাকার কাছে। সম্প্রতি বাংলাদেশি টাকার মান ভারতে কম থাকায় বেশ চিন্তিত বাংলাদেশি পর্যটকরা, কিছুটা হতাশও। ভারতে এসে শপিং থেকে শুরু করে খাওয়া-দাওয়া কিংবা হোটেল খরচের আগে তাদের মেপে মেপে টাকা খরচ করতে হচ্ছে। যে বাজেটে ভেবেছিলেন সবটা কমপ্লিট হবে, সেটা হচ্ছে না। তাহলে কি সত্যিই ভারতীয় রুপির কাছে ধরাশায়ী বাংলাদেশি টাকা? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে পারেন আমাদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version