Bangladesh Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, রিখটার স্কেলে মাত্রা মাত্রা ৫.২

।। প্রথম কলকাতা ।।

Bangladesh Earthquake: ৫ই ডিসেম্বর সোমবার সকাল সকাল কেঁপে উঠল বাংলাদেশ। দেশটির রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ । ভূমিকম্পের উৎপত্তিস্থল কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার এবং টেকনাফ থেকে ৩১৯ কিলোমিটার উত্তর পূর্বে বঙ্গোপসাগরের মধ্যে।

সোমবার সকাল ৯ টা ২ মিনিটে প্রায় ৫৩সেকেন্ড ধরে বাংলাদেশে এই ভূমিকম্প স্থায়ী হয়। যদিও এখনো সেভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি মূলত মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশে এই ধরনের মৃদু ভূমিকম্প একেবারেই নতুন নয়। ২০২২ এর জানুয়ারি মাসেও বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং চট্টগ্রামসহ দেশটির বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ঘটনাটি ঘটেছিল বিকেলের দিকে। ভূমিকম্প আঘাত হেনেছিল ভারত-মিয়ানমার সীমান্তে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। তখনো সেভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেও রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১ । সেই কম্পন মাত্র ২ সেকেন্ড স্থায়ী ছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version