।। প্রথম কলকাতা ।।
Bangladesh: দীর্ঘ পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল চলে যাবে বাংলাদেশে। সেই উদ্দেশ্যেই পরের বছর থেকে চালু হবে প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ ফ্রেন্ডশিপ পাইপ লাইন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে জ্বালানি তেল আর গ্যাসের সংকটে ধুঁকছে বাংলাদেশ। যার কারণে দেশটি আগে তুলনায় জ্বালানির দিক থেকে একটু বেশি আমদানি নির্ভর হয়ে পড়েছে। যদিও শুধু বাংলাদেশ নয়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে গোটা বিশ্বে জ্বালানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। গত কয়েক মাসে হু হু করে বেড়ে গিয়েছে জ্বালানি গ্যাস আর তেলের দাম।
আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এমন বক্তব্য উঠে এসেছে। শেখ হাসিনা জানিয়েছেন “বাংলাদেশ পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে”। তিনি আরো জানিয়েছেন, করোনার কারণে দুই দেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বর্ডার হাট গুলো বন্ধ ছিল, তা পুনরায় চালু করা হবে।
প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের উদ্দেশ্য ভারত থেকে বাংলাদেশে তেল রপ্তানি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশ সর্বদা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের উন্নতি চায়। এর আগেও আলোচনার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের সমস্যার বিরোধের সমাধান হয়েছে। শেখ হাসিনা আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে জানান নেপাল, ভুটান এবং ভারতের আসাম ও ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সুবিধার জন্য সৈয়দপুর বিমানবন্দর এবং চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর ব্যবহার করতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম