Bangladesh: ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ’, জাপানিজ ইকোনমিক জোনের উদ্বোধন করলেন হাসিনা

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে জাপানিজ ইকোনমিক জোনের উদ্বোধন করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই জোনের উদ্বোধন করেন। ‘BSS’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই জোনে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আসবে, যখন এটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। ইতিমধ্যেই এটি ১০০,০০০ লোকের কর্মসংস্থান তৈরি করেছে।

‘বাংলাদেশ বিশ্বের বিনিয়োগের জন্য সবচেয়ে আদর্শ জায়গা’, বলে জানিয়েছেন হাসিনা। নতুন অর্থনৈতিক জোনের উদ্বোধন করে তিনি বলেছেন, আশা করি বিদেশী বিনিয়োগ এখানে আসবে এবং স্থানীয় লোকেরাও তাঁদের নিজের দেশে বিনিয়োগ করবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ITO Naoki এবং সুমিতোম কর্পোরেশন গ্রুপের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার মাসায়ুকি হায়োডো। সেইসঙ্গে বক্তব্য রেখেছেন BEZA-র এক্সিকিউটিভ চেয়ারম্যান। অনুষ্ঠানে অর্থনৈতিক জোনের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি ভিডিও দেখানো হয়েছে।

‘UNB’ সংবাদমাধ্যম সূত্রে, বেজা এবং জাপানের সুমিতোমো কর্পোরেশন যৌথভাবে এই অর্থনৈতিক জোনের উন্নয়নে কাজ করছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মাধ্যমে এই যৌথ উদ্যোগের প্রক্রিয়া শুরু হয়। রিপোর্ট অনুযায়ী, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ২০১৬-তে সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেয়। আর তার পরে ২০১৯-এ জাপানের সুমিতোমো কর্পোরেশন বিএসইজেড-এর উন্নয়নের জন্য বাংলাদেশ ইকোনমিক জোনের কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। সিঙ্গারের মতো স্বনামধন্য সংস্থাগুলি ইতিমধ্যেই ইকোনমিক জোনে তাদের অবকাঠামো নির্মাণ শুরু করেছে এবং জার্মান কোম্পানি রুডলফের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, BEZA-র এক্সিকিউটিভ চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর আরও দুই জাপানি বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া আরও ৩০টি জাপানি ফার্ম এবং বিভিন্ন দেশের আরও ১০টি ফার্ম ওই ইকনোমিক জোনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে সিঙ্গার ৭৯ মিলিয়ন বিনিয়োগ করবে, যখন রুডলফ ৭ মিলিয়ন বিনিয়োগ করবে।

এদিকে জাপানি ইকোনমিক জোন-২ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে চিনা বিনিয়োগকারীদের জন্যে আরেকটি বিশেষ ইকোনমিক জোন তৈরির জন্য একটি প্রস্তাব CCEA-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। BEZA’র এক্সিকিউটিভ চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এর আগে LNG আমদানি পুনরুদ্ধারের বিষয়ে আশা জাগিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, সরকার বেসরকারি খাতে এলএনজি আমদানির অনুমতি কতটা দেওয়া যাবে, তা খতিয়ে দেখছে।

রিপোর্ট অনুযায়ী, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং চট্টগ্রামের মীরসরাইয়ে দক্ষ উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য JICA-এর কাছ থেকে সহযোগিতা চেয়েছে সরকার। দেশব্যাপী পাঁচটি ইকোনমিক জোনে এখনও পর্যন্ত প্রায় ১১৭ জন বিনিয়োগকারী ৮,১৬,৫৪১ জনের কাছাকাছি কর্মসংস্থানের সুযোগ তৈরীর লক্ষ্যে ২২,১৭৩.১৭৭ মিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। ৫টি ইকোনমিক জোন হল, মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (BSMSN), জামালপুর ইকনোমিক জোন, সাবরাং ট্যুরিজম পার্ক, মহেশখালী ইকোনোমিক জোন-৩ এবং শ্রীহট্টো ইকোনমিক জোন। এছাড়া প্রায় ৩৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলিতে ইতিমধ্যে প্রায় ৪ বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version