Indian Film in Bangladesh: ভারতীয় ছবি আমদানিতে সম্মত বাংলাদেশের চলচ্চিত্র পরিষদ, শর্ত দিল ১৯টি সংগঠন

।। প্রথম কলকাতা ।।

Indian Film in Bangladesh: ভারতীয় ছবি (Indian Film) আমদানিতে সম্মত হয়েছে বাংলাদেশের (Bangladesh) চলচ্চিত্র পরিষদ। ১৯শে ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশের সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানান, বাংলাদেশের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ বাংলাদেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে, তবে কিছু শর্তে।

অতীতে বাংলাদেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল। যাতে ভারতীয় হিন্দি ছবি বাংলাদেশে আমদানি করা হয়। এক্ষেত্রে যদি বাংলাদেশের সব সমিতি একমত হয় তবেই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব। এর আগে বহুবার এমন উদ্যোগ নেওয়া হলেও আপত্তি জানিয়েছিল শিল্পী সমিতি থেকে শুরু করে বহু শিল্পীরা। বর্তমানে তারা একমত হয়ে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের বিভিন্ন সিনেমা বক্স অফিসে হিট করলেও প্রতি সপ্তাহের হিসেবে ভালোভাবে চালানোর জন্য সেভাবে সিনেমা তৈরি হচ্ছে না। এক্ষেত্রে যদি ভারতীয় হিন্দি ছবি আমদানি করা হয় তাহলে হলমুখী দর্শকের সংখ্যা বৃদ্ধি পাবে।

বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানিতে সম্মত হয়েছে চলচ্চিত্র সংক্রান্ত প্রায় ১৯টি সংগঠন। রবিবার সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনের কক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ব্যানারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে একটি লিখিতভাবে উপস্থাপন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার সহ অনেকে। মূলত চলচ্চিত্র দর্শকদের হলমুখী করতে এবং চলচ্চিত্র নির্মাণসংখ্যা বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ, তবে শর্ত কিছু রয়েছে। সেগুলি হল –

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version