মোদীকে চাইছে বালোচিস্তান! POK আন্তর্জাতিক স্তরে দিল্লিকে বাইপাসের রাস্তা দিল, পাকিস্তান ফেল

।। প্রথম কলকাতা ।।

বালোচিস্তান ভারতের সাহায্য চাইছে পিওকে নিয়ে প্রথম সাকসেস। পাকিস্তানের হাত ছাড়া হতে বসেছে বালোচ খুলে গেল আন্তর্জাতিক মঞ্চে পিওকে নিয়ে ভারতের এগোনোর রাস্তা। সোশ্যাল মিডিয়ায় ফেক খবর চলবে না আর। বড় হামলা হতে পারে পাকিস্তানে প্ল্যান সেরকমই পাকিস্তান এতটা দুঃসাহসিক স্টেপ কল্পনাও করতে পারেনি। দিল্লি কি লুফে নেবে বালোচিস্তানের এই অফার। ভারতকে বালোচিস্তানে ঢোকার জায়গা দেওয়া হল? দিল্লির কূটনৈতিক মহল বলছে মারাত্মক ফায়দা হতে পারে এবার।

এমূহুর্তে ভারতের জন্য এটা বিগ নিউজ৷ রিপোর্ট বলছে বালোচিস্তানের পিএম ইন এক্সাইল নায়েলা কাদরি বর্তমান ভারত সফরে এসেছেন। তবে তার আগেই রাষ্ট্রপু্ঞ্জ থেকে নায়েলা কাদরির ভারতকে নিয়ে মন্তব্য করেছেন। সোজা কথায় ভারতের সাহায্য চেয়েছেন তিনি বালোচিস্তান পাকিস্তান যে লেভেলের অত্যাচার করছে। শুধু পাকিস্তান নয় সঙ্গে রয়েছে চিনের দাদাগিরি। তাতে ভারত এবার এগিয়ে আসুক তাদের পাশে দাঁড়াক। পাকিস্তান-চিনের দাদাগিরি বিরুদ্ধে আওয়াজ তুলুক ভারত। এমনটাই দাবি নায়েলা কাদরির তিনি বলছেন এখনই স্টেপ নিতে হবে ভারতকে দেরি করলে চলবে না।বিশেষজ্ঞরা বলছেন এই প্রথম নয় এর আগে ভারতের হস্তক্ষেপ চেয়েছিলেন বালুচিস্তানের স্বাধীনতা নিয়ে আন্দোলনরত অধ্যাপিকা নায়েলা কাদরি কিন্তু ভারত কি তাতে সাড়া দিয়েছিল?

একটু খবর লক্ষ্য করলেই দেখতে পাবেন এক সপ্তাহ আগে বালোচ বিদ্রোহীদের সঙ্গে পাক আর্মির যুদ্ধে নিহত ৪ পাক জওয়ান আহত ৫। বিশেষজ্ঞদের দাবি বালোচীস্তানে সিপ্যাক নিয়ে কার্যত আতঙ্ক তৈরি করে রেখেছে চীন। আর সেটা করতে পাকিস্তান পূর্ণ সাহায্য করেছে, করছেও প্রতিমূহুর্তে। বালুচী মেয়েদের হেনস্থা, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং এলাকার পর এলাকা অবৈধ খনন করে দামি দামি প্রাকৃতিক সম্পদে চুরি করে নিচ্ছে চীন। অথচ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ক্যাম্পেইন করে দেখানো হচ্ছে বালোচরা তো শান্তিতে রয়েছে খুশিতে রয়েছে। তবে এবার বালোচ বিদ্রোহী দের্যসঙ্গে হাতে হাত মিলিয়েছে টিটিপি৷ তেহেরিক তালিবান পাকিস্তান৷ এবার দেখার ভারত কতটা সাথ দেয় বালোচিস্তানের কারণ বিশেষজ্ঞদের দাবি ভারত এক্ষেত্রে খুব বুঝে শুনেই পা ফেলবে। কারণ পিওকে ইস্যু এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে ভারত আন্তর্জাতিক মহলে বালোচিস্তানের হয়ে কোন স্টেপ নেয় সেটারই অপেক্ষা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version