আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মোর্তাজা, জানালেন ওবায়দুল কাদের

।। প্রথম কলকাতা ।।

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা। সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা ঘোষণা করেন। এর আগে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে ছিলেন মোর্তাজা।

সোমবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিমণ্ডলীর এই সভাতেই নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফিকে দলের কার্যনিবাহী কমিটিতে যোগদান করার বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুল কাদের জানান, ‘কার্যনির্বাহী সংসদের যেসমস্ত পদ শূন্য ছিল সেগুলির মধ্যে যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মাশরাফিকে কমিটিতে নেওয়া হয়েছে।”

২০২১ সালের জুনে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হন মোর্তাজা। গত শনিবার কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুর্ননির্বাচিত হন। সেই অধিবেশনে কার্যনির্বাহী সংসদের ৮১ জনের মধ্যে ৪৮ জনের নাম ঘোষণা করা হয়। সম্পাদকমণ্ডলীর বাকি পদ গুলির পদ ঘোষণা করা এদিন। যদিও বেশ কিছু পদ ঘোষণা করা এখনও বাকি রয়ে গেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version