Russia-Ukrain War: রুশ সেনা ঘাঁটির উপর হামলা ইউক্রেনের, মৃত বহু

।। প্রথম কলকাতা ।।

Russia-Ukrain War: ওয়াগনার সেনাদের উপর হামলা চালালো ইউক্রেনের সৈন্যরা। বিবিসি সংবাদমাধ্যম সূত্রে লুহান্সকের নির্বাসিত গভর্নর সেরহি হাইডাই জানিয়েছেন, লুহান্সকের কাদিভকায় যে হোটেলে ওই ভাড়াটে সৈন্যরা ছিলেন, সেখানে হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হোটেলে ওয়াগনারের সৈন্যরা ছিল কিনা! সে বিষয়ে এখনও জানতে সক্ষম হয়নি সংবাদমাধ্যম। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, ওয়াগনার হচ্ছে রাশিয়ার সমর্থনে তৈরি একটি ভাড়াটে সৈন্যদের দল। যাঁরা ক্রেমলিনের স্বার্থে কাজ করে বেড়ায়।

এবার ইউক্রেনের পালটা হামলায় কুপোকাত রুশ সেনা। গোটা সপ্তাহজুড়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে লড়াইয়ের ঘটনা আরও বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের মাটিতেই ঘাঁটি গেড়েছিল রুশের এই বিশেষ বাহিনী। একটি হোটেলে থেকে ইউক্রেনে হামলার কৌশল ঠিক করছিল তাঁরা। আর সেই খবর পাওয়া মাত্র রবিবার সেখানেই হামলা চালানো হয়েছে। কিন্তু কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। এর আগে ওয়াগনার বাহিনীর সদস্যদের ক্রাইমিয়া, সিরিয়া, লিবিয়া সহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছিল।

যদিও ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিভি সাক্ষাৎকারে হাইডাই জানিয়েছেন, ওয়াগনার বাহিনী সদর দফতরের কাছে একটি হোটেল ছিলেন সকলে। কিন্তু সংখ্যাটা অজানা। তবে আমাদের অনুমান, অনেক সেনাকর্তাই মারা গিয়েছেন। তাঁদের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই। এই মর্মে ইউক্রেনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে‌। যেখানে হামলার পরের অবস্থা নজরে এসেছে। একদিকে শীতকালের সুযোগ নিয়ে আক্রমণের মাত্রা বাড়াতে পারে পুতিনের বাহিনী, তা মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এদিন লুহান্সক অঞ্চলে ইউক্রেনের হামলা আরও বেশি রাগিয়ে দিতে পারে রুশ সেনাদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version