।। প্রথম কলকাতা ।।
এশিয়া কাপ ২০২৩ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে। ৪ ফেব্রুয়ারি, শনিবার বাহারিনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পরে এই সম্ভাবনা প্রকাশ পেয়েছে। যদিও বৈঠকে এশিয়া কাপের ভেন্যু সম্পর্কে কোনও কোন জানানো হয়নি। তবে সম্ভবত পাকিস্তান ৫০ ওভারের এই টুর্নামেন্টটি আয়োজন করবে না।
এশিয়া কাপের আয়োজকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এসিসির আরেকটি বৈঠকের পর। যা মার্চে অনুষ্ঠিত হতে পারে। বাহারিনে বৈঠকে এসিসি প্রধান জয় শাহ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, “আসন্ন এশিয়া কাপ ২০২৩ নিয়ে এসিসির একটি গঠনমূলক বৈঠক ছিল। বোর্ড টুর্নামেন্টের সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে অপারেশন, টাইমলাইন এবং অন্যান্য নির্দিষ্ট বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত এসিসির কার্যনির্বাহী বোর্ডের পরবর্তী সভায় এই বিষয়ে একটি আপডেট নেওয়া হবে।”
৫০-ওভারের এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব রয়েছে পাকিস্তানের। যেটি ভারতে আয়োজিত বিশ্বকাপের আগে খেলা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ গত বছর জানিয়েছিলেন যে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রমিজ রাজা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। রামিজ রাজা হুমকি দিয়েছিলেন যে ২০২৩ সালের এশিয়া কাপে ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান ভারতে আয়োজিত বিশ্বকাপ বয়কট করবে।
যদিও এশিয়া কাপের আয়োজক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত মার্চে আসবে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কাকেও ৫০-ওভারের টুর্নামেন্ট আয়োজনের জন্যও বিবেচনা করা হতে পারে। উল্লেখ্য, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর এশিয়া কাপ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপের ভেন্যু নিয়ে বিরোধ গত কয়েক মাস ধরে শিরোনামে আধিপত্য বিস্তার করেছে। এসিসি টুর্নামেন্টের সূচি ঘোষণা করার পর নবনিযুক্ত পিসিবি প্রধান নাজাম শেঠিও জয় শাহকে খোঁচা দিয়েছিলেন। স্পোর্টসতাক-কে দেওয়া এক সাক্ষাত্কারে পিসিবি প্রধান নাজাম শেঠিও এশিয়া কাপে পাকিস্তান সফর না করার বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। শেঠি জানিয়েছিলেন যে বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করা বা না করার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে।