।। প্রথম কলকাতা ।।
Interior design business: মানুষ যেমন নিজেকে সুন্দর দেখতে চায়, তেমনই চায় তার বাসস্থান, কর্মস্হল সুন্দর ভাবে সেজে থাকুক। এ কাজটাই করতে হয় একজন ইন্টেরিয়র ডিজাইনারকে। আমরা যে ঘরে বসবাস করছি সে ঘরের দেয়াল, মেঝে, দরজা, জানালা, আসবাব বা জানালার পর্দা কেমন হবে তা ঠিক করেন ইন্টেরিয়র ডিজাইনার। বর্তমান সময়ে এই ডিজাইন করার চাহিদা ব্যপক বৃদ্ধি পেয়েছে। শহরের পাশাপাশি ছোট শহর বা গ্রামের শৌখিন মানুষেরাও তাই ইন্টেরিওর ডিজাইন করাচ্ছে। তাই এই কাজে সহজেই সফল হওয়া সম্ভব।
- ইন্টেরিওর ডিজাইন ব্যবসা শুরু করার জন্য একটি ছোট কোর্স বা এর ওপরে ডিপ্লোমা কোর্স করে নেওয়া যেতে পারে।কারণ রং, আলো, বিভিন্ন রকম ডিজাইন সম্পর্কে অত্যন্ত সৃজনশীল হতে হবে। এর পাশাপাশি প্রতিযোগিতা বেশি হওয়ায় সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে। এই ব্যবসায় প্রথম ও প্রধান মূলধন হলো পরিকল্পনা ও সৃজনশীলতা।
- প্রথমে নিজের ও পরিচিতদের পারলে কোন রকম লাভ ছাড়াই কাজ করে দেওয়া ভালো। পরবর্তীতে তারাই আরও কাজ পাইয়ে দিতে সহায়ক হবে।
- এছাড়াও অনলাইনে ওয়েবসাইট খুলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসার প্রচার চালিয়ে নতুন গ্রাহকদের আকৃষ্ট করা যায়।
- এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অফিস করতে চাইলে তার ইন্টেরিওরে যেন সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। এতে কাস্টমার সহজেই আকৃষ্ট হবে।
- একটি ইন্টেরিয়র ডিজাইনকে বাস্তবে রূপায়িত করতে হলে বিভিন্ন কাজে বিশেষজ্ঞ বেশ কিছু সংখ্যক মিস্ত্রিকে নিয়োগ করতে হয়। প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, ছুতোর ইত্যাদি নানা ধরণের কর্মীর সহায়তাতেই ডিজাইনটিকে বাস্তবায়িত করা হয়। এক্ষেত্রে তাঁরা যেমন কাজ পাবেন তেমনই তাঁদের মাধ্যমে কাজ মিলবে আপনারও।
- এছাড়াও কয়েকজন ডিজাইনার মিলে কোনও প্রজেক্টকে এগিয়ে নিতে যাওয়া যেতে পারে। চাইলে কয়েক জন মিলেও ব্যবসাটা শুরু করা যায়।
- ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা একটি বিরাট ক্ষেত্র।এমন গ্রাহক রয়েছেন যারা টাকা খরচের বিষয়ে ভাবেন না। তাদের এক মাত্র লক্ষ্য উন্নতমানের অন্দরসজ্জা, আবার অন্যদিকে এমন গ্রাহক রয়েছেন যাদের কাছে বাজেট একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য একটি নির্দিষ্ট দামের মধ্যে কাজ করে দেওয়া জরুরি। যাদের অঢেল বাজেট সেইরকম গ্রাহকের সংখ্যা কম কিন্তু লাভ বেশি।অন্যদিকে কম বাজেটে কাজ করতে চান এরকম গ্রাহক সংখ্যা অনেক বেশি। তাই কাদের জন্য প্রাথমিকভাবে কাজ করবেন সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করবে অনেকটাই। মার্কেটিং থেকে শুরু করে সবটাই তার ওপর নির্ভরশীল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম