।। প্রথম কলকাতা ।।
Maa Kali Dreams: স্বপ্নে কি দেবী কালীকে দেখেছেন? মাকে কোন রূপে দেখলে আপনার জীবন বদলে যেতে পারে জানেন? মা ভবতারিণী প্রথম দর্শন দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেবকে ভেবে দেখেছেন কখনও? মা আপনাকে দেখা দিচ্ছেন কেন? মায়ের স্বপ্ন দেখার আসলে কী অর্থ জানুন মনে মনে মাকে স্মরণ করে বলুন “জয় মা কালী”। দেবী কালী শক্তির রূপ। স্বপ্নে কালীকে দেখা খুব ভালো স্বপ্ন বলে মনে করা হয়। কিন্তু আপনি কী রূপে দেখছেন তার উপর নির্ভর করছে সেই স্বপ্নের ফল কী হবে।
যদি আপনি স্বপ্নে দেবী কালীকে একটি মন্দিরে দেখেন, তবে স্বপ্নের শাস্ত্র অনুসারে এই স্বপ্নটি একটি খুব ভাল স্বপ্ন আপনার জীবনে সুখ বাড়াবে। আপনি যদি স্বপ্নে দেবী কালীর পূজা করেন বা মন্দিরে তাকে দেখতে পান তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। যদি আপনি স্বপ্নে মা কালীর মূর্তি দেখেন তা অত্যন্ত শুভ লক্ষণ। এতে আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে। আগামী দিনে বাড়িতে সুখ বাড়বে। সারা বছর জুড়ে প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে দেবী শক্তির আরাধনা হয়। তবে কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে যে কালীপূজা অনুষ্ঠিত হয় তা বিশেষ জনপ্রিয়। এই কালী পুজো দীপান্বিতা কালীপুজো নামে পরিচিত। মা ভবতারিণী প্রথম দর্শন দিয়েছিলেন সাধক রামকৃষ্ণ পরমহংসদেবকে। সেই মা দেখা দিচ্ছেন আপনাকে। গায়ে কাঁটা দিচ্ছে ত? আপনার সৌভাগ্য তো বটেই।
যদিও মনোবিদরা নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বিষয়টিকে। তাঁরা বলছেন যে স্বপ্ন দেখছেন সে হয়তো নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই তিনি কালীরূপে মাদার ইমেজ এর কাছে আশ্রয় চাইছেন। এমনও হতে পারে তিনি জীবনের কোনও দুর্গম পথ সেই সময়ে অতিক্রম করবে অবচেতনে থাকা ভয় কালীর রূপ ধরে স্বপ্নে দেখা দিতেই পারে। দেবীকালী ভীষণ জাগ্রত। কিন্তু যদি স্বপ্নে দেবী কালীকে দেখেন তাহলে সেই স্বপ্নটি আপনার জীবনকেরিবর্তন এনে দিতে পারে। বলছেন পণ্ডিতরা।স্বপ্নে আমরা কত কি না দেখি। কিন্তু দেবদেবীর স্বপ্নে আবির্ভূত হওয়াটা বিশাল ব্যাপার। এমনটাই বিশ্বাস। কখনো কখনো আমরা এমন স্বপ্নও দেখে থাকি যেগুলোকে বাস্তব বলে মনে হয়। আবার কিছু বিশেষ মুহূর্তে দেখা স্বপ্ন সচরাচর বাস্তবে পরিণত হতেও দেখা যায়।স্বপ্ন নিয়ে আজ নানা গবেষণা করে চলেছেন স্বপ্ন বিজ্ঞানীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম