Take Care Of Plants: ঠান্ডায় ঝিমিয়ে পড়ছে ঘরে রাখা গাছগুলি ? মেনে চলুন পাঁচ কৌশল

।। প্রথম কলকাতা ।।

Take Care Of Plants: কনকনে ঠান্ডা পড়তেই একটা আলসেমি ভাব দেখতে পাওয়া যায় কমবেশি সকলের মধ্যেই। সকালে গরম ব্ল্যাঙ্কেট থেকে বের হতে যেমন কষ্ট হয়, তেমনি সারাদিন ধরে হাত-পা গরম রাখার চেষ্টা চলে। আর এই ঠান্ডায় বাইরে বের হতে হলে তার থেকে বড় বিরক্তি আর কিছু হয় না। শুধুমাত্র মানুষই নয় এই ঠান্ডায় কাবু হয়ে যায় গাছগুলিও (Plants)। আপনার ঘরের বারান্দায় কিংবা জালনাই অথবা ছাদ বাগানে যে গাছগুলি সাজিয়ে রেখেছিলেন যে গাছ, সেগুলি ক্রমশ ঝিমিয়ে পড়ছে। এর কারণ হতে পারে অতিরিক্ত ঠান্ডা।

গাছগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে আপনি পাঁচটি কৌশল কাজে লাগাতে পারেন। এতে আপনার গাছ ঠান্ডায় কাহিল হয়ে পড়বে না।

১. পর্যাপ্ত সূর্যের আলো: শীতকালে (Winter) এমনিতেই দিন ছোট হয় এবং রাত বড় হয়। এই কারণে গাছগুলি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো (Sunlight) পেতে পারে না। তাই সকালে রোদ ওঠার সাথে সাথেই আপনার ঘরের টবগুলিকে এমন কোন জায়গায় রাখুন যাতে তাঁরা যথেষ্ট পরিমাণে রোদ পেতে পারে।

২. অতিরিক্ত জল না দেওয়া: অনেকে মনে করে থাকেন গাছকে ভালো রাখতে গেলে তাকে অনেক বেশি পরিমাণে জল (Water) দিতে হবে। কিন্তু সময় এবং পরিস্থিতি বুঝে গাছে জল দেওয়া উচিত সবসময়। শীতকালে যে গাছগুলি বারান্দায় কিংবা ছাদে রয়েছে এমনিতেই তার ওপরে কুয়াশা পড়ছে। যার ফলে মাটি ভিজে থাকছে । তার উপর আপনি যদি অতিরিক্ত পরিমাণে জল ঢেলে দেন তাতে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে । এই কারণে মাটির জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

৩. ধুলোবালি থেকে মুক্তি: ঘর কিংবা বারান্দায় সুন্দর করে যে ছোট ছোট ইন্ডোর প্ল্যান্টগুলি সাজিয়ে রেখেছেন, তাতে রোজ ধুলোবালি (Dust) জমছে। সেই গাছগুলোর উপরে এই ধুলোবাদের পরিমাণ যদি ক্রমশ বাড়তে শুরু করে তাহলে গাছের ক্ষতি হতে পারে। এমনকি গাছ মরেও যেতে পারে। শীতকালে এমনিতেই শুষ্ক আবহাওয়া থাকে। এই কারণে কোনোভাবেই গাছের উপর ধুলোবালি জমতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে গাছের ডাল ছোট ছোট করে ছেঁটে ফেলতে পারেন শীতকালে।

৪. ঘরের তাপমাত্রা: যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে তাহলে গাছগুলিকে বাইরে না রাখাই ভালো। এতে হিতে বিপরীত হতে পারে। এছাড়াও মানিপ্লান্ট বা ক্যাকটাসের মতো গাছগুলি ঘরের ভেতরে বেশ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তবে যদি অতিরিক্ত ঠান্ডার পরে তাহলে বাইরে গাছ না রাখাই ভালো।

৫. উপযুক্ত সার: যারা বাড়িতে ছাদ বাগান তৈরি করতে পছন্দ করেন তাঁরা সবসময় গাছের পরিচর্যার জন্য নতুন নতুন জিনিস খুঁজে বের করার চেষ্টা করেন। শাকসবজি যদি বাড়িতে আপনি চাষ করতে চান, সে ক্ষেত্রে জৈব সারের উপর ভরসা করাই ভালো। বাজার থেকেও জৈব সার কিনে আনার প্রয়োজন নেই। শীতকালে এমনিতেই বাড়িতে প্রচুর পরিমাণে শাকসবজি আসে। সেগুলির খোসা বাইরে ফেলে না দিয়ে সেগুলোকে পচিয়ে গাছের গোড়ায় সার হিসেবে দিতে পারেন। এতে খুব কম সময়ে গাছ বেড়ে ওঠে এবং একেবারে সতেজ দেখায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version