Mahanayak Samman: অঙ্কুশ পেলেন ‘মহানায়ক’ সম্মান, বাদ গেলেন না শুভশ্রী, শ্রাবন্তীরাও

।। প্রথম কলকাতা ।।

Mahanayak Samman: মহানায়ক উত্তম কুমারের ৪৩ তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান অনুষ্ঠানে মহানায়ক সম্মানে সম্মানিত করা হয় অভিনেতা অভিনেত্রীদের। উত্তম কুমারের ছবি দিয়ে মঞ্চ সাজানো হয়েছিল। মঞ্চে জুড়ে যে সাদা স্ক্রিন ছিল তাতে ছিল উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবির নাম। এছাড়াও দর্শক-আসনে হাজির ছিলেন টলিউড ও রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন কলাকুশলীরা। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসের দিন রাজ্য সরকারের তরফে আয়োজিত হয় ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, সোহিনী সরকার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, হরনাথ চক্রবর্তী। এদিন চার নায়িকা ও এক নায়ককে ‘মহানায়ক’ সম্মান দেওয়া হয়। ‘মহানায়ক’ সম্মানে সম্মানিত হন কোয়েল মল্লিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘মহানায়ক’ সম্মান নেন অভিনেত্রী, প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত থেকে ‘মহানায়ক’ সম্মান নেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘মহানায়ক’ সম্মান পান অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক সম্মান পেলেন অঙ্কুশ হাজরা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে বাংলার শিল্পীদের হাতে তুলে দিলেন মহানায়ক সম্মান। পুরস্কার পাওয়ার পর অঙ্কুশ একটি পোস্ট করেছেন। পুরষ্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম।

প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্য। আপাতত আমার মত একজন সামান্য নায়ক কে সরকারের তরফ থেকে এই মহানায়ক সম্মান টি দেওয়ার জন্য ধন্যবাদ। অভিনেতা আরো লেখেন নজরে সামনে সাজিয়ে রেখে দেবো যাতে রোজ চোখে পড়লেই নিজেকে বলি ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো। অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। লিখেছেন তোমার সফলতার জন্য অভিনন্দন। আমার কর্মজীবন আরো সাফল্য পাক।

এদিন বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয় অভিনেত্রী সোহিনী সরকারকে। এছাড়াও নাটক থেকে বড় পর্দার ব্যোমকেশ ভক্তদের হার্ট থ্রব অনির্বাণ ভট্টাচার্য তারপর ৪ দশক ধরে বাংলা ছবির জগতকে যিনি একের পর এক চলচ্চিত্র উপহার দিয়ে এসেছেন সেই পরিচালক হরনাথ চক্রবর্তীকেও পুরস্কৃত করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version