।। প্রথম কলকাতা ।।
Vijay Divas: আজ, ১৬ ডিসেম্বর দেশজুড়ে ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিজয়োৎসব পালিত হয়েছে। এই দিন পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে বিজয় আসে। এই মর্মে ঢাকাই ইন্ডাস্ট্রির তারকারা অনুরাগীদের নিজেদের মতন করে মহান বিজয় দিবসের (Vijay Divas) শুভেচ্ছা জানিয়েছেন। শাকিব খান (Shakib Khan) থেকে শুরু করে মেহজাবিন চৌধুরী সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
এদিন একটি পোস্টার শেয়ার করে ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শাকিব খান লেখেন, ‘বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার অভ্যুদয় ঘটায় বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা’। অন্যদিকে মেহজাবিন চৌধুরী (Mehazabien Chowdhury) লেখেন, ‘আমার শক্তি, আমার গর্ব, আমার দেশ বাংলাদেশ’। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে ছবি দিয়ে এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন বুবলী (Bubly)।
অন্যদিকে আশনা হাবিব ভাবনা (Ashna Habib Bhabna) নিজের স্যালুট দেওয়া একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেইসঙ্গে ক্যাপশনে লেখেন, ‘আমার দেশের আজ ৫১ বছর। আমার দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। ছবি শেয়ার করে বিদ্যা সিনহা মিম (Bidya Sinha Saha Mim) লেখেন, ‘দেখতে দেখতে একাত্তরের ৫১ হয়ে গেল। বাংলাদেশের ৫১। আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে এক গৌরবগাধা লেখা হয়েছিল। আমরা পেলাম বিজয়, দেশ হল মুক্ত। কিন্তু সেই বিজয়কে মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দী করে রেখে দিয়েছি। আসুন মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়’। তিনি বলেছেন, ‘বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, অধিকারে, উদারতায়, মানব আর দেশপ্রেমে’।
প্রসঙ্গত, ১৯৭১-এর ৩ ডিসেম্বর পাক সেনা ভারত আক্রমণ করে। শুরু হয় বাংলাদেশ যুদ্ধ। যদিও ১৬ দিনের মধ্যেই পাক সেনা আত্মসমর্পণে বাধ্য হয়। ৭১-এর ১৬ ডিসেম্বর ঢাকা রেসকোর্সের মাঠে আত্মসমর্পণের নথিতে স্বাক্ষর করেন পাক কমান্ডার জেনারেল আমির আব্দুল্লা খান নিয়াজি। যুদ্ধে ৯৩ হাজারের বেশি পাক সেনাকে বন্দী করে ভারত। আর এই যুদ্ধের পরই ইসলামাবাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায় পূর্ব পাকিস্তান। জন্ম হয় বাংলাদেশের। আর এদিন বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির তারকারা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম