Bangladesh padma bridge: পরপর বাতিল উড়ান, পদ্মা সেতুর কারণে ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় বিমান সংস্থাগুলির

।। প্রথম কলকাতা ।।

Bangladesh padma bridge: প্রথম থেকেই পদ্মা সেতু ঘিরে ব্যাপক উৎসাহ উন্মাদনা দেখা গিয়েছিল বাংলাদেশের মানুষের মধ্যে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী জানা যাচ্ছে টোল বাবদ রোজগড়ে ২ কোটি টাকা আয় হচ্ছে পদ্মা সেতুতে। সেতু চালুর পর মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানিতে গতি দেখা দিয়েছে।

পদ্মা সেতু চালু হওয়ার প্রারম্ভিক সাফল্যের পর পদ্মা সেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোর লেনের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। অধিগ্রহণসহ সব কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের জল সম্পদ উপমন্ত্রী এটিএম এনামুল হক শামীম এমপি বাংলাদেশের সংবাদ মাধ্যম ঢাক টাইমসকে বলেছেন এ ব্যাপারে কোনও রকম গাফিলতি ও অনিয়ম সহ্য করা যাবে না।

গত ২৫ শে জুন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল পদ্মা সেতু। তার আগে যশোহর খুলনা থেকে ঢাকা পৌঁছতে ৬ থেকে ১২ ঘন্টা পর্যন্ত সময় লাগতো। এর ফলে দ্রুত যাতায়াতের ক্ষেত্রে ঢাকা যশোহর বিমান পরিষেবার উপরই নির্ভরশীল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ।

কিন্তু পদ্মা সেতু চালুর পরেই এই ছবির বদল ঘটেছে। তিন থেকে চার ঘন্টায় বর্তমানে যশোহর খুলনা থেকে রাজধানী ঢাকা পৌঁছানো যাচ্ছে। অধিকাংশ যাত্রী বিমান ছেড়ে সড়ক পথে যাতায়াত করছেন বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি। একই সঙ্গে ওই প্রতিবেদনে দাবি যাত্রির অভাবে যশোহর চট্টগ্রাম রুটের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। যশোহর কক্সবাজার রুটে বেশ কয়েক মাস বন্ধ থাকার পরে ফের পরিষেবা চালু হয়েছে। যাত্রি সংখ্যা কমায় ভাড়া কমিয়েছে বিমান সংস্থাগুলি। আগে ঢাকা- যশোহরের ভাড়া চার হাজারের উপরে থাকতো। বর্তমানে তা সাড়ে তিন হাজারে নেমে এসেছে। পদ্মা সেতু চালুর আগে যশোহার থেকে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার দুটি বিভিন্ন সংস্থার ১৮টি বিমান চলত। আর মধ্যে ঢাকা ও যশোহরের মধ্যে চলত ১৫টি বিমান। বর্তমানে সেখানে চলছে মাত্র সাতটি বিমান। পদ্মা সেতুর সাফল্য যে নিশ্চিত ভাবে ধাকা দিচ্ছে ওপার বাংলার উড়ান পরিবহনকে তা বোঝার অপেক্ষায় রাখে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version