New Zealand Earthquake: তুরস্কের পর ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, রিখটার স্কেলে মাত্রা ৬.১

।। প্রথম কলকাতা ।।

New Zealand Earthquake: তুরস্কের (Turkey) পর এবার ভয়াবহ ভূমিকম্পের মুখে নিউজিল্যান্ড (New Zealand)। এমনি থেকেই দেশটির ভাগ্য কয়েক দিন ভালো যাচ্ছে না। সাইক্লোন গ্যাব্রিয়েলের জেরে নিউজিল্যান্ডের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর মাঝেই হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ঘটনাটি ঘটেছে পারাপারাউমুর উত্তর-পশ্চিম প্রান্তে। কম্পনের উৎস স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫৭.৪ কিলোমিটার গভীরে। পারাপারাউমুরের পাশাপাশি গোটা দেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্রস্থল নিউজিল্যান্ডের লোয়ার হাটের (Lower Hutt) ৭৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ইতিমধ্যেই সাইক্লোন গ্যাব্রিয়েল (Gabrielle) বিধ্বংসী শক্তি সঞ্চয় করে তীব্র গতিতে ধেয়ে এসেছে নিউজিল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের দিকে। যার কারণে ওই অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয়বারের মতো এমন সতর্কতা জারি করা হল। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, এই জরুরী অবস্থায় আওতায় থাকবে নর্থল্যান্ড, ওকাইকোতো, অকল্যান্ডসহ বেশ কয়েকটি অঞ্চল। এই সময় সাধারণ মানুষকে ভ্রমণে নিষেধ করা হয়েছে। এই এলাকায় জরুরি বিভাগ প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত। এই অঞ্চল গুলিতে গত একদিন প্রায় ২৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ৩৮ হাজার বাড়িঘর এখন অন্ধকারে। বিদ্যুৎহীনতার কারণে হাজার হাজার মানুষ চরম বিপদের মুখে। বাতিল হয়েছে প্রচুর ফ্লাইট। যে সমস্ত এলাকায় বেশি বিপদের আশঙ্কা রয়েছে সেখানকার স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির উত্তর দিকে এই শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এই ঘূর্ণিঝড়ের জেরে গোটা নিউজিল্যান্ডে বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের সমস্যা দেখা দিয়েছে।

একদিকে প্রবল বৃষ্টি অপরদিকে ঝোড়ো হাওয়া, এই দুইয়ের মিলেমিশে বিপর্যস্ত জনজীবন। সবথেকে বেশি প্রভাবিত হয়েছে উত্তরদ্বীপের বেশিরভাগ অংশ। নিউজিল্যান্ড এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি এর আগে হয়নি। এই নিয়ে তৃতীয়বার নিউজিল্যান্ড জরুরি অবস্থা ঘোষণা করল। এর আগে ২০১৯ সালের সন্ত্রাসী হামলা আর ২০২০ সালে কোভিড মহামারীর কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। গোটা বিশ্ব যেন প্রকৃতির রোষে পড়েছে। এখনো পর্যন্ত তুরস্কে (Turkey) ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) উদ্ধারকার্য অব্যাহত। ৭.৮ মাত্রার ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজারের বেশি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version