Afghanistan: তালেবানের পর আফগানিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন, লোভ সম্পদের দিকে

।। প্রথম কলকাতা ।।

Afghanistan: আফগানিস্তানে (Afghanistan) তালেবান শাসনের পর এখন চীন (China) প্রকাশ্যে খেলা শুরু করেছে। চীন তার সিপিইসি প্রকল্প আফগানিস্তানে নিয়ে যেতে চায়। আফগানিস্তানে পাওয়া বিলিয়ন ডলার মূল্যের প্রাকৃতিক সম্পদের দিকে নজর রাখছে চীন। যেখান থেকে পাওয়া যাবে লিথিয়াম, সোনা, লোহার মতো মূল্যবান ধাতু। এখন চীন তা দখল করার তৎপরতা শুরু করেছে। লিথিয়ামের মজুদ অর্জনের জন্য চীন তালেবানকে ১০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। চীনের পক্ষ থেকে এই অফারটি এসেছে যখন কোনো দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তালেবানের খনি মন্ত্রণালয়কে এই প্রস্তাব দিয়েছে চীনা কোম্পানি গোচিন।

গোচিন বলেছে, আফগানিস্তানে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত। তালেবানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী শাহাবুদ্দিন দেলাওয়ার কাবুলে গোচিনের প্রতিনিধিদের সাথে দেখা করেছেন। তালেবান মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বিনিয়োগের কারণে ১ লাখ ২০ হাজার মানুষ প্রত্যক্ষ ও ১০ লাখ পরোক্ষ চাকরি পাবে। বিনিয়োগের অংশ হিসেবে সাত মাসের মধ্যে সালাং পাস মেরামত করা হবে। সোজা কথায় বলতে গেলে সম্পদের জন্য চীন টোপ সাজাচ্ছে আফগানিস্তানের সামনে।

গোচিন আরো বলে, আরেকটি টানেল খনন করবে। এ ছাড়া আফগানিস্তানের ভেতর থেকে উত্তোলিত লিথিয়াম প্রক্রিয়াজাত করা হবে। তালেবান ক্ষমতায় আসার পর চীন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রসারিত করেছে। চীনা কোম্পানিগুলো এখন আফগানিস্তানে বিনিয়োগের প্রস্তাব করছে। ২০২৩ সালের জানুয়ারিতে জিনজিয়াং মধ্য এশিয়া পেট্রোলিয়াম গ্যাস কোম্পানি উত্তর আফগানিস্তানের আবু দরিয়া উপত্যকা থেকে তেল উত্তোলনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। পুরো চুক্তিটি ৫৪০ মিলিয়ন ডলারে করা হয়েছিল।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে লিথিয়ামের আনুমানিক ১ ট্রিলিয়ন ডলার মজুদ রয়েছে। আফগানিস্তানের এই সাদা সোনার দখল পেতে চীনের কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তালেবান সরকারকে চীনসহ বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি। আমেরিকার রেখে যাওয়া জায়গা পূর্ণ করতে চায় চীন। অনেক রিপোর্টে এটাও বলা হয়েছে যে চীন আফগানিস্তানে আমেরিকার খালি ঘাঁটিগুলোর দিকেও নজর রাখছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সিপিইসি প্রকল্প বাড়াতে চায় চীন। যার মাধ্যমে ইরান পর্যন্ত চীনের দখল আরও মজবুত হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version