North Korea: রাশিয়া-ইউক্রেনের পর দুই কোরিয়ার বিবাদ, যুদ্ধের হুঁশিয়ারি কিমের!

।। প্রথম কলকাতা ।।

 

North Korea: গোটা বিশ্বজুড়ে যেন যুদ্ধের(War) দামামা বাজছে। এমনি থেকেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে(Ukraine-Russia War) কেন্দ্র করে কম উত্তেজনা নেই। তার মাঝেই যুদ্ধের উস্কানি আসছে উত্তর কোরিয়ার দিক থেকে। কিমের(Kim) টার্গেটে দক্ষিণ কোরিয়া(South Korea)। হিসাব অনুযায়ী, এক সপ্তাহে চার বার উত্তর কোরিয়া(North Korea) দক্ষিণ কোরিয়াকে টার্গেট করে মিসাইল উৎক্ষেপণ করেছে। রবিবার কিমের দেশ আবার একই কাজ করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার।

 

দক্ষিণ কোরিয়া আর আমেরিকা প্রায় ১১ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া চলাচ্ছে। বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন(Kim Jong-un)। তিনি বিষয়টিকে যুদ্ধ ঘোষণার সমান বলে মনে করেছেন। তাই বারবার তাঁর টার্গেটে থাকছে দক্ষিণ কোরিয়া। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে রীতিমত যুদ্ধের উস্কানি দিয়ে বারংবার মিসাইল উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া।

 

রবিবার মিসাইল উৎক্ষেপণের বিষয়টি নিয়ে উত্তর কোরিয়া সোমবার একটি খবর প্রকাশ করে। যেখানে জাতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে, দুটি মিসাইল ছোঁড়া হয়েছে কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে। যে জায়গায় টার্গেট করে ছোঁড়া হয়েছিল সেখানে মিসাইল দুটি পড়েছে। এক্ষেত্রে উত্তর কোরিয়ার নিশানা কোন এলাকা ছিল তা স্পষ্ট করে বলেনি। দক্ষিণ কোরিয়ার দিকে উত্তর কোরিয়ার এই বারংবার মিসাইল ছোঁড়াকে আমেরিকা নিন্দা করছে। আমেরিকা মনে করছে, এক্ষেত্রে উত্তর কোরিয়া অস্ত্র প্রয়োগের নিয়ম ভঙ্গ করেছে। এখন দুই দেশ একে অপরকে শক্তি প্রদর্শন করতে ব্যস্ত। দক্ষিণ কোরিয়ার হয়ে আমেরিকা কিছু করলে উত্তর কোরিয়াও তার পাল্টা জবাব দিচ্ছে। ইতিমধ্যেই উত্তর কোরিয়া এক সপ্তাহের মধ্যে চার বার মিসাইল ছুঁড়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ উত্তর কোরিয়ার যে মিসাইলটি ছোঁড়ে তা স্বল্প পাল্লার একটি মিসাইল। যার রেঞ্জ প্রায় ৮০০ কিলোমিটার। দক্ষিণ কোরিয়া মিসাইল নিক্ষেপ যুদ্ধের উস্কানি বলে মনে করছে। পাশাপাশি এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া সেনার তরফ থেকে জানায়, তারাও পাল্টা আঘাত করতে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে।

 

গত সপ্তাহের বৃহস্পতিবার বিকেল ছটা কুড়ি মিনিট নাগাদ দক্ষিণ কোরিয়ার নাম্পর পশ্চিম উপকূল এলাকা লক্ষ্য করে উত্তর কোরিয়া মিসাইল নিক্ষেপ করেছিল। কিমের কাণ্ডকারখানা দেখে বিশেষজ্ঞ মহল মনে করছে, তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। আমেরিকা আর দক্ষিণ কোরিয়ার মিলিত সামরিক মহড়া দেখে বারংবার জহির করছেন নিজের শক্তি। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে বিবাদ আজকের নয়। সেই দেশ ভাগ হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া বারংবার দক্ষিণ কোরিয়ার জমি নিজেদের দখলে রাখতে চাইছে। এক্ষেত্রে চুপ করে বসে নেই দক্ষিণ কোরিয়া। দেশটির পাশে দাঁড়িয়েছে আমেরিকার মত শক্তিধর দেশ। অপরদিকে উত্তর কোরিয়ার বন্ধুত্ব রয়েছে রাশিয়া, চীনের সাথে। যদি দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে গোটা বিশ্বজুড়ে দামামা বাজতে পারে।

Exit mobile version