Shoots Down Unidentified Object Over Canada: আমেরিকার পর চীনের টার্গেট কানাডা? ধ্বংস করা হল সন্দেহজনক বস্তু

।। প্রথম কলকাতা ।।

Shoots Down Unidentified Object Over Canada: আমেরিকার (America) পর এবার কানাডার (Canada) আকাশসীমায় দেখা গেল এক সন্দেহজনক বস্তু, যাকে ধ্বংস করে দেওয়া হয়েছে F-22 দ্বারা। এই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Canadian Prime Minister Justin Trudeau) শনিবার জানান, তাঁর নির্দেশে কানাডিয়ান আকাশসীমায় একটি অপরিচিত বস্তু (Unidentified Object) গুলি করে নামিয়ে আনা হয়েছে। যেটিকে দেখা গিয়েছিল উত্তর আমেরিকার ডিফেন্স কমান্ড ইউকনের উপর। এই ঘটনায় বিশেষজ্ঞ মহলের সন্দেহের আঙুল উঠছে চীনের দিকে।

প্রশ্ন উঠছে, আমেরিকার পর চীনের টার্গেট তাহলে কি কানাডা ছিল? কিছুদিন আগেই আমেরিকার আকাশে চীনের গুপ্তচর বেলুন নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর কানাডার ঘটনা ঘটেছে একমাত্র একদিন পর, যেখানে আলাস্কার উপর চীনা গুপ্তচর বেলুনকে গুলি করে নামিয়ে আনা হয়। কানাডিয়ান সামরিক এলাকায় ওই সন্দেহজনক বস্তু দেখার পর প্রধানমন্ত্রী ট্রুডো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। তারপর ওই বস্তুটিকে গুলি করে ধ্বংস করে দেওয়ার আহ্বান জানান। অপরদিকে মার্কিন গোয়েন্দারা চীনের গুপ্তচর বেলুনকে একেবারেই ভালো চোখে দেখছেন না। তারা মনে করছেন, এই বেলুন পিপলস লিবারেশন আর্মি দ্বারা পরিচালিত একটি বিশাল নজরদারি কর্মসূচির সঙ্গে যুক্ত। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা চীনা গুপ্তচর বেলুনগুলিকে একইভাবে লক্ষ্য বস্তু করেছে। দাবি অনুযায়ী, এই গুপ্তচর বেলুন গুলি নাকি বহু বছর ধরে চীনের দক্ষিণ উপকূলের হাইনান প্রদেশ থেকে কাজ করেছে। এই বেলুনের মাধ্যমে চীন সহজেই জাপান, ভারত, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে গুপ্তচরবৃত্তি করে থাকে। এই ঘটনা নিশ্চিত করেছে তাইওয়ান আর ফিলিপাইনও। সম্প্রতি বাইডেন প্রশাসন চীন থেকে বিমান ও প্রযুক্তি কেনাকাটা বন্ধ করে দিয়েছে। অপরদিকে দেশটির বাণিজ্য বিভাগ পাঁচটি চীনা কোম্পানি আর একটি গবেষণা প্রতিষ্ঠানকে বিশেষ লাইসেন্স ছাড়া আমেরিকান যন্ত্রাংশ আর প্রযুক্তি বিক্রি করতে বিভিন্ন বিধি প্রকাশ্যে এনেছে।

আমেরিকার আকাশে যখন চীনের রহস্যজনক বেলুন দেখা গিয়েছিল তখন মার্কিন পররাষ্ট্রপতি অ্যান্টনি ব্লিঙ্কেন সে দেশে সফর বাতিল করেন। যদিও চীন এই বেলুনের বিষয়টি স্বীকার করে নিয়েছে। চীন যুক্তি দিয়েছে, এটি একটি বেসামরিক আবহাওয়া পর্যবেক্ষক বেলুন, যা ভুল পথে পরিচালিত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে চলে যায়। চীনের যুক্তির পরেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই বেলুনের উপর সন্দেহ বজায় রেখেছে। প্রায় এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের পর কানাডার আকাশে সন্দেহজনক বেলুন দেখা যায়। সেই সময় এই বিষয়ে একটি বিবৃতি জারি করে কানাডা জাতীয় প্রতিরক্ষা দপ্তর। বিবৃতিতে বলা হয়েছিল, কানাডা নিরাপদে আছে। পাশাপাশি নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তারা নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। কানাডার উপর দিয়ে গুলি করা বস্তুটি কী বা এটি গত সপ্তাহে গুলি করা গুপ্তচর বেলুন কিংবা শুক্রবার আলাস্কায় গুলি করা অজ্ঞাত বস্তুর সাথে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়।

বাইডেন এবং ট্রুডো উভয়ই বস্তুটি সরিয়ে দেওয়ার অনুমোদন দিয়েছেন। শনিবার দুই নেতার মধ্যে একটি কলের হোয়াইট হাউস রিডআউট জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে জানান, শনিবার গুলিবিদ্ধ বস্তুটি প্রথম শুক্রবার সন্ধ্যায় আলাস্কায় লক্ষ্য করা যায়। আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ডের সাহায্যে দুটি F-22 যুদ্ধবিমান বস্তুটিকে পর্যবেক্ষণ করেছে। তারপর অবজেক্টটি কানাডিয়ান আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথে পর্যবেক্ষণ অব্যাহত ছিল। কানাডিয়ান CF-18 এবং CP-140 বিমানগুলি বস্তুটিকে আরও মূল্যায়ন করার জন্য গঠনে যোগ দেয়। পরে মার্কিন F-22 একটি AIM 9X ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কানাডিয়ান ভূখণ্ডে বস্তুটিকে গুলি করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version