One Year of Russia-Ukraine war: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ১ বছর পর বদলাচ্ছে স্ট্র্যাটেজি! ভারতে প্রভাব কতটা?

।। প্রথম কলকাতা ।।

One year of Russia-Ukraine war: ২০২২ এর ২৪শে ফেব্রুয়ারি, এই দিনেই শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। দেখতে দেখতে এক বছর হয়ে গেল, কিন্তু যুদ্ধ থামেনি। উপরন্তু যুদ্ধের মোড় ঘুরেছে। প্রথম দিকে রাশিয়া দাপট চালালেও এখন রাশিয়ার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার করছে ইউক্রেন। ঠিক এক বছর আগে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন (Russian President Vladimir Putin) জেলেনস্কি নেতৃত্বাধীন ইউক্রেনে (Ukraine) পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছিলেন। তখন পুতিন বিষয়টিকে বলেছিলেন ‘বিশেষ সামরিক অভিযান’ (Special Military Operation)। সেদিন পুতিন প্রতিবেশী দেশ ইউক্রেনের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সশস্ত্র সৈন্য। এই এক বছরের যুদ্ধে এর দুই পক্ষ মিলিয়ে মৃত্যু হয়েছে প্রায় দেড় লক্ষের বেশি মানুষ। ইউক্রেনের বড় বড় শহর ধ্বংস হয়ে মাটিতে মিশে গিয়েছে, কিন্তু যুদ্ধ থামেনি। এই যুদ্ধে না রাশিয়া জিতেছে, না ইউক্রেন হেরেছে। উপরন্তু ভারত সহ গোটা বিশ্ব অর্থনীতি একের পর এক ধাক্কা পেয়েছে।

ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব

বিশ্বব্যাপী যে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে শৃঙ্খলা ছিল তা পঙ্গু করে দিয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গোটা বিশ্বে খাদ্য সংকট তৈরি হয়। যার জেরে বিভিন্ন দেশে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেয়। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গড় মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ অনুমান করেছিল। কিন্তু হঠাৎ করে যুদ্ধ শুরু হতেই মুহূর্তে অর্থনৈতিক অবস্থার মুহূর্তের পরিবর্তন ঘটে। অপরিশোধিত তেল, ধাতু এবং খাদ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। রাশিয়ার আগ্রাসনের ফলে পশ্চিমা বহু দেশ মস্কোর উপর নানান নিষেধাজ্ঞা আরোপ করে, অথচ পশ্চিম দেশগুলি প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৪০ শতাংশ পূরণ করত মস্কো থেকে। রাশিয়াও তাদের ক্রয় বিক্রয়ের উপর সীমাবদ্ধতা নির্ধারণ করে। অপরদিকে এশিয়ান দেশগুলিকে বিপুল ছাড়ে অপরিশোধিত তেল বিক্রি করতে থাকে, তার মধ্যে লাভবান হয় ভারত। এর আগে ভারতীয় তেল শোধনকারীরা ব্যয়বহুল সরবরাহের কারণে রাশিয়ান তেল এড়িয়ে যেত। তারা এখন আগ্রহের সঙ্গে মস্কো থেকে প্রচুর ছাড়ে অপরিশোধিত ক্রুড কিনছে। ২০২২ এর শেষের দিকের রিপোর্ট অনুযায়ী, অপরিশোধিত তেল আমদানির উপর ভারতের নির্ভরতা প্রায় ৮৭ শতাংশ বেড়েছে, যার নেপথ্যে অন্যতম কারণ এই যুদ্ধ যুদ্ধ। ২০২৩ এর জানুয়ারিতে ভারতের শীর্ষ অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ রাশিয়া।

মোড় ঘুরছে যুদ্ধের, শেষ কোথায়?

এক বছর পেরিয়ে গেলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতি ঠিক কি হবে তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যুদ্ধের মোড় ঘুরছে। প্রথমদিকে যেভাবে রাশিয়া ইউক্রেনের উপর তাণ্ডব লীলা চালিয়েছে তার পাল্টা মার দিতে শুরু করেছে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তাদের পাল্টা হামলার কারণে প্রায় ৭৯০ জন রুশ সেনা নিহত হয়েছে। এমনটাই জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস। বৃহস্পতিবার তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত ইউক্রেনের কাছে নিহত হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮৫০ রুশ সেনা। দাবি অনুযায়ী, ইউক্রেন রাশিয়ার প্রায় ৯০ টি হামলা রুখে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধ শুরু করাটা রাশিয়ার আগ্রাসনের ফল এবং হিসাবে ভুল হতে পারে। অপরদিকে ইউক্রেনের মানুষের আস্থা বাড়ছে জেলেনস্কির উপর। ইউক্রেন দেখিয়ে দিয়েছে কম শক্তিশালী হলেও শুধুমাত্র স্ট্র্যাটেজির দ্বারা কিভাবে শক্তিশালী দেশের সামনের টিকে থাকা যায়। যদিও যুদ্ধ একেবারেই কাঙ্খিত নয়। যুদ্ধের প্রথম কয়েক মাসে গোটা বিশ্ব দেখেছে, কিভাবে ইউক্রেনের বড় বড় ভবন মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়েছিল মৃতদেহ। বাচ্চাদের স্কুল থেকে হাসপাতাল, হামলার শিকারের তালিকায় বাদ পড়েনি। এই যুদ্ধ বন্ধ হোক, শান্ত হোক পৃথিবী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version