।। প্রথম কলকাতা ।।
Bangladesh receives 450 MW from Godda: শেয়ারে ধস নামার পর বাংলাদেশে (Bangladesh) ভারতের শিল্পপতি আদানির বিদ্যুৎ রপ্তানি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অবশেষে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ রপ্তানি হচ্ছে বাংলাদেশে। আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানির জন্য ঝাড়খণ্ডে প্রায় ১৬০০ মেগা ওয়াটের দুটি ইউনিটের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঢাকায় জানিয়েছিলেন, মার্চ মাসেই আদানি গ্রুপ থেকে বাংলাদেশ বিদ্যুৎ পাবে। এছাড়াও বিদ্যুতের দাম নিয়ে কোন সমস্যা নেই। ২৮শে ফেব্রুয়ারি আদানির বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং হওয়ার কথা ছিল। ২০২৩ এর মার্চের প্রথম দিকে প্রথম ইউনিটে আদানি থেকে বাংলাদেশে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ যাওয়ার কথা। তারপর দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশ বিদ্যুৎ পাবে এপ্রিল মাসে। এপ্রিলের প্রথম সপ্তাহতেই জানা গেল, বাংলাদেশে পৌঁছে গিয়েছে আদানির বিদ্যুৎ। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (Bangladesh Power Development Board) ভারতীয় আদানি গ্রুপের (Adani Group) আদানি পাওয়ার (Adani Power) থেকে বিদ্যুৎ পাওয়ার কথা জানিয়েছে। গত দুদিনে আদানি পাওয়ার বাংলাদেশকে ঘণ্টা প্রতি ৭২০ থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা প্রায় ১৪৯৮ মেগাওয়াট।
বৃহস্পতিবার রাতে আদানি পাওয়ারের গোড্ডা প্ল্যান্ট (Godda plant) থেকে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে বলে জানায় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এটি আরও বাড়িয়ে ৭৫০ মেগাওয়াট করা হয়েছে। বিপিডিবির মুখপাত্র জানান, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গোড্ডা প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে বাড়বে। গোড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশ মানসম্পন্ন বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক সরবরাহ শুরু হওয়ার আগে, ঝাড়খণ্ডের(Jharkhand) গোড্ডায় আদানি পাওয়ার প্ল্যান্ট ১৪ দিনের নির্ভরযোগ্যতা সহ সর্বোচ্চ লোডে ৭২ ঘন্টা নিরবচ্ছিন্ন সরবরাহ পরীক্ষা করা হয়েছিল।
পরীক্ষা চালানোর আগেই সঞ্চালন লাইনের কাজ শেষ করেছে আদানি পাওয়ার (Adani power) ও বিপিডিবি। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) আদানি পাওয়ারের গোড্ডা প্ল্যান্ট থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ (Chapainawabganj) সীমান্ত থেকে বগুড়া সাবস্টেশন পর্যন্ত ১৩৪ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করেছে। বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। এটি পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে ১০০০ মেগাওয়াট এবং ত্রিপুরার সূর্যমনি থেকে কুমিল্লা হয়ে প্রতিদিন ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রহণ করে। ভারতই একমাত্র দেশ যার সাথে বাংলাদেশের ক্রস বর্ডার ইলেকট্রিসিটি ট্রেড (CBET) আছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম