World’s Richest People: পৃথিবীর ধনী তালিকায় পিছিয়ে গেলেন আদানি! শীর্ষে কারা রয়েছেন?

।। প্রথম কলকাতা ।।

World’s Richest People: বদলে গেল বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা। সেই তালিকা থেকে অনেক দূর পিছিয়ে পড়লেন ভারতের গৌতম আদানি (Gautam Adani)। ব্লুমবার্গ বিলিয়নেরিস ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় বেশ বড়সড় পরিবর্তন এসেছে, তাতে ক্ষতির মুখে পড়েছেন ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। তিনি শীর্ষ ১০ ধনীর তালিকায় চার নম্বরে এসেছেন৷ বিলিয়নেয়ার গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে চতুর্থ অবস্থানে নেমে যাওয়ায় বিশ্বের তিনজন ধনী ব্যক্তির মধ্যে আর নেই৷

শীর্ষ ধনী ব্যক্তিদের র‌্যাঙ্কিং অনুযায়ী, এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা (Amazon Founder) জেফ বেজোস (Jeff Bezos)। এই তালিকায় একদম শীর্ষস্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট (লুই ভিটন)। দ্বিতীয় স্থানে রয়েছে এলন মাস্ক (টেসলা, স্পেসএক্স, টুইটার)। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি আরও নিচে নেমে গেছেন। এক ধাপ নিচে নেমে তাঁর বর্তমান অবস্থান দ্বাদশ। তিনি এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।

গত ২৪ ঘণ্টায় আদানির সম্পত্তি কমেছে প্রায় ৮৭২ মিলিয়ন ডলার। ২০২৩ এর ২৪শে জানুয়ারি পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৬৮৩ মিলিয়ন ডলার কমেছে। অপরদিকে মুকেশ আম্বানির সম্পত্তি গত ২৪ ঘন্টায় ৪৫৭ ডলার মিলিয়ন কমেছে। যদিও নতুন বছরে এখনও পর্যন্ত তাঁর সম্পদ ২.৩৮ বিলিয়ন ডলার আয় করেছেন।

বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি

১. বার্নার্ড আর্নল্ট – ১৮৮ বিলিয়ন ডলার
২. এলন মাস্ক – ১৪৫ বিলিয়ন ডলার
৩. জেফ বেজোস – ১২১ বিলিয়ন ডলার
৪. গৌতম আদানি – ১২০ বিলিয়ন ডলার
৫. বিল গেটস – ১১১ বিলিয়ন ডলার
৬. ওয়ারেন বাফেট – ১০৮ বিলিয়ন ডলার
৭. ল্যারি এলিসন – ৯৯.৫ বিলিয়ন ডলার
৮. ল্যারি পেজ – ৯২.৩ বিলিয়ন ডলার
৯. সের্গেই ব্রিন – ৮৮.৭ বিলিয়ন ডলার
১০. স্টিভ বলমার – ৮৬.৯ বিলিয়ন ডলার

মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ অনেকটা কমেছে। মুকেশ আম্বানি এখন ৮৪.৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে ধনীদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন। হিসাব অনুযায়ী, নতুন বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রায় ৬ শতাংশের বেশি কমেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version