Basanti Chatterjee Treatment: অভিনেত্রী বাসন্তী দেবীর চিকিৎসা চলছে টাকা ধার করে, ঋতুপর্ণাকে কুর্নিশ

।। প্রথম কলকাতা ।।

Basanti Chatterjee Treatment: টাকা ধার করে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের চিকিৎসা করাচ্ছেন গাড়ির চালক! কী করুণ অবস্থা বুঝতে পারছেন! হাসপাতালের বিল মেটানোর ভয়ে ছেলে-মেয়ে মায়ের অসুস্থতার সময়ে বেপাত্তা। শোনা যাচ্ছে, তারা খোঁজ নিতেও আসে না। বাসন্তীদেবীর অবস্থা দেখে বলছেন সকলেই। কিন্তু ওই বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে। কাছের মানুষ বলতে এখন বাড়ির পরিচারিকা আর গাড়ি চালক। তারাই বাসন্তীদেবীর আপনজন। শেষে ত্রাতা হয়ে দাঁড়ালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কীভাবে পাশে দাঁড়ালেন? ৮৬ বছর বয়সে অসহায় মা একা পড়ে রয়েছেন হাসপাতালে। জন্মদাত্রী মা এখন বোঝা।।এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন।

ছোট পর্দার খুবই পরিচিত মুখ। আপনার প্রিয় সিরিয়ালে দিদিমা, ঠাকুমার চরিত্রে প্রায়ই দেখতে পান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। বর্তমানে গীতা এলএলবি সিরিয়ালে স্বস্তিক এবং সাত্ত্বিকের ঠাকুমার চরিত্রে দেখা যাচ্ছিল। কিন্তু আচনকাই অসুস্থ হয়ে পড়েন। এখনও চিকিত্সা চলছে। কিন্তু প্রবীণ অভিনেত্রীর দুঃসময়ে পাশে নেই তার সবচেয়ে আপনডজনেরা। এমনকী যে সন্তানদের জন্ম দিয়েছেন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন।

আইসিইউতে রাখতে হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে। সেই বিল মেটাতে ধার করতে হয়েছে লোকের কাছে। এমনকী সেই টাকা জোগার করে আনছেন বাসন্তী দেবীর গাড়ির চালক মলয়বাবু। জামাই – ছেলে বউ এক একদিন করে এসেছিলেন। ব্যাস ওই পর্যন্তই।মায়ের চিকিৎসার খরচপাতি হাসপাতালের বিল মেটানোর ব্যবস্থা নিয়ে কোনও উচ্চবাচ্যই করেননি কেউ।

ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন। ড্রাইভার মলয় চাকি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনিই। বিভিন্ন সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। এমনকী ছেলে -মেয়ে যে কোনওদিন সেভাবে অভিনেত্রীর দায়িত্ব নেননি তা ভাস্বর চট্টোপাধ্যায়ের কথাতেও স্পষ্ট। এবার প্রবীণ অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অসহায় মানুষদের দেখলে তাঁর মন কাঁদে বরাবর। এবারও চুপ করে থাকতে পারলেন না। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন ঋতুপর্ণা।

বাসন্তী দেবীর শরীর মাঝে মধ্যেই ফুলে যায়। শরীরে জল জমে যায় কিডনির জন্য। একটা কিডনি একদম খারাপ হয়ে গিয়েছে । এমনটাই জানা গিয়েছে। এছাড়া অন্যান্য রোগ তো আছেই। চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। বাসন্তীদেবী তাঁর দমদমের বাড়িতে একাই থাকেন। ছেলেমেয়ে কেউ সেখানে দেখতে আসেনা। কেউ দায়িত্ব নিতে চায় না। সরস্বতী পুজোর আগে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তীদেবী। সেই বেসরকারী হাসপাতালে বিল হয়েছিল ২ লাখ টাকা।

https://www.facebook.com/100082942485331/posts/401969009244512/?mibextid=NTRm0r7WZyOdZZsz

মলয়বাবুর দাবী, টাকাটা তিনি বন্ধুবান্ধবদের থেকে ধার করেছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সেই টাকা মিটিয়েছেন বাসন্তীদেবী নিজেই। কোনও ধার বাকি রাখেননি। বয়স হয়েছে ৮৬। এই বয়সেও দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কিন্তু অসুস্থতা সব বন্ধ করে দিল। এরপর দিনগুলো কীভাবে চলবে বাসন্তীদেবীর?ছেলে মেয়ে কী আসবে! তা সময়ই বলবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version