।। প্রথম কলকাতা ।।
Grapre cultivation: জনপ্রিয় ফলের মধ্যে অন্যতম আঙুর। এখন আমাদের রাজ্যের অনেক জায়গাতেই ব্যবসায়িক ভিত্তিতে আঙুরের চাষ হচ্ছে। আপনি চাইলে আপনার বাড়ির ছোট্ট বাগানে কিংবা ছাদের মধ্যে টবেই চাষ করতে পারেন আঙুর গাছ। ঠিক মতো পরিচর্যা করলে ফলে ভরে উঠবে এই গাছ। চলুন কিভাবে টবে আঙুর চাষ করবেন তা দেখে নেওয়া যাক।
টবে আঙুর (Grape) চাষের জন্য দোআঁশ মাটির প্রয়োজন। দোআঁশ মাটির সঙ্গে উপযুক্ত জৈব সার, সামান্য কাঁকর যোগ করতে হবে। বড় আকারের টবের মধ্যে আঙুর চাষ করতে হবে। এই গাছ যেহেতু লতানো তাই মাচা করে দিতে হবে।
জুন – জুলাই মাস নাগাদ আঙুর গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। কাছাকাছি কোন নার্সারিতে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। এই গাছের জন্য প্রচুর পরিমাণে সূর্যের আলোর (Sun light) প্রয়োজন হয়।
টবের মধ্যে মাটি (Soil) প্রস্তুত করে একটি বড় আকারের লাঠি গুঁজে দিয়ে তার পাশে চারা প্রতিস্থাপন করুন। চারা ওই লাঠির সঙ্গে বেঁধে দিয়ে দিতে হবে। চারা লাগানোর পর এর বৃদ্ধির জন্য বাড়তি সার দিতে হবে। এক বছরে একে ভালো করে ছাঁটাই করতে হবে। গোবর সার ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।
পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় তাই জন্য নিয়মিত নিম তেল স্প্রে করতে হবে। গাছ থেকে ফল পেড়ে নিয়ে গাছটিকে আবার কাটাই ছাঁটাই করে রেখে দিতে হবে। মূলত এপ্রিল-মে মাসে গাছে ফুল আসে। আর সেপ্টেম্বরে এই গাছ থেকে ফল পাওয়া যায়। এইভাবে নিয়ম মেনে চললে আপনার ছাদবাগানেও বেড়ে উঠবে সুন্দর আঙুর গাছ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম