।। প্রথম কলকাতা ।।
Bangladesh Bus Accident: রবিবার সকালে বাংলাদেশের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা। ঢাকাগামী একটি বাস পদ্মা সেতুর এপ্রোচ রোড থেকে উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়। জানা যায় সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসে ইমাদ পরিবহনের একটি বাস। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জানা যায় বাসটি যাত্রীতে ভরা ছিল। খাদে পড়ে যাওয়ার পর বাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তারাই উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকেও। উদ্ধারকার্যে আসেন পুলিশ ও দমকলকর্মীরাও।
শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক বলেন, স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকার্য অভিযানে নেমেছে। মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। স্থানীয়দের কথা অনুযায়ী, বাসটি দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক। সজোরে গিয়ে একটি রেলিংয়ে ধাক্কা মেরে পাল্টি খেয়ে নীচে পরে যায়।