Viral Video: মাঝ সমুদ্রে প্রমোদতরীতে আছড়ে পড়ল বিশাল ঢেউ! প্রকাশ্যে গায়ে কাঁটা দেওয়া ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Viral Video: মাঝ সমুদ্রে উত্তাল ঘন নীল জলরাশি। সেখানে দুলতে দেখা গিয়েছে একটি প্রমোদতরীকে। প্রকাশ্যে এসেছে এমন একটি ভিডিও যা দেখলে আপনার গা কেঁপে উঠবে। মুহূর্তের মধ্যে জলের ঢেউ খেলনার মতো ভাসিয়ে নিয়ে গিয়েছে প্রমোদতরীটিকে। সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে নিত্য নতুন কত ভিডিও ভাইরাল হয়। গোটা পৃথিবীর খবর আজ আমাদের হাতের মুঠোয়। ঘরের কোণে বসেই জানা যায় বিশ্বজুড়ে ঠিক কোন কাণ্ড চলছে।

আমেরিকা (America) থেকে প্রকাশ্যে এসেছে এক ভয়ঙ্কর ভিডিও, যা দেখে হতবাক নেটিজেনরা। সমুদ্র উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নীল জলরাশির মাঝে ছিল একটি প্রমোতদতরী, যা দুর্যোগের কবলে পড়ে। তার উপর একের পর এক আছড়ে পড়ছিল ছোট ঢেউ। যার কারণে সেটি রীতিমত মাঝ সমুদ্রে বেসামাল হয়ে পড়েছিল। তার উপর ঝড় আর বৃষ্টি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। দূর থেকে মনে হচ্ছিল, ছোট্ট একটা খেলনা কিছুতেই যেন সেই ঢেউ গুলোকে সামাল দিতে পারছে না। তারপর হঠাৎ করে আসে একটা বিশাল দমকা হাওয়া। বড় একটি ঢেউ আছড়ে পড়ে সেই প্রমোদতরীর উপর। মুহূর্তে সেটি খেলনার মতো ভেসে চলে যায় বহুদূর।

সংবাদ পেতেই উপকূলরক্ষী বাহিনী উদ্ধার কাজে নেমেছে। ওই প্রমোদতরীতে বহু মানুষ ছিল, যারা তখন বাঁচার জন্য চিৎকার করে আর্তনাদ করছিলেন। উদ্ধার কাজ শুরু হয়েছিল অনেক আগেই। উপকূলরক্ষী বাহিনীর এক জওয়ান সেই প্রমোদতরীর কাছে প্রায় চলেও গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই এক বিশাল ঢেউ এসে সেটিকে উল্টে দেয়। যার কারণে প্রমোদতরীতে থাকা বহু মানুষ সমুদ্রের জলে পড়ে যান। উপকূলরক্ষী বাহিনী বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন। উদ্ধার করার পর তাদেরকে নিয়ে যাওয়া হয় অ্যাস্টোরিয়াতে, সেখানেই তাদের চিকিৎসা চলছে।

ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হতেই নানা দিক থেকে ছুটে আসছে নানান মন্তব্য। আমেরিকায় ঘটা এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বিপদে পড়া প্রমোদতরীতে থাকা যাত্রীদের জন্য উদ্বিগ্ন। অনেকে প্রশ্ন তুলেছেন, আবহাওয়া যখন খারাপ ছিল তখন মাঝ সমুদ্রে যাওয়ার কোন দরকারই ছিল না। আসলে প্রকৃতির লীলা এতটাই ভয়ঙ্কর যার কাছে উন্নত প্রযুক্তিও হার মেনে যায়। আপনি যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন, তাহলে প্রতিবেদনের সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version