Wedding Blogs Business: ইনভেসমেন্ট ছাড়াই প্রচুর আয়ের সুযোগ, খুব সহজে বানান ওয়েডিং ব্লগ

।। প্রথম কলকাতা ।।

Wedding Blogs Business: সাম্প্রতিক সময়ে অনেকেই ব্লগ তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এই কাজ কিছুটা ধৈর্যের হলেও একবার আয় হতে শুরু করলে আপনি নিশ্চিন্ত। ব্লগ তৈরির ক্ষেত্রে শুধুমাত্র একটু সৃজনশীল মনের প্রয়োজন। কেমন ব্লগ বানাবেন, সেই ব্লগ কিভাবে এডিট করবেন, এই বিষয়ে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। আপনি চাইলে প্রথমে লোক দিয়েও কাজ করাতে পারেন। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে। যদি চান একদম সামান্য ইনভেস্টমেন্টে মোটা টাকা আয় করবেন, তাহলে বেছে নিতে পারেন ব্লগ তৈরির ব্যবসাকে। বিশেষ করে বিয়ের মোরসুমে এই পেশার চাহিদা বেশ ভালোই। আপনি চাইলে ব্লগ বানানোর পাশাপাশি অন্য যে কোন কাজ করতে পারেন। এখানে অন্যের হয়ে আপনাকে কোন তাবেদারি করতে হবে না। স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে। এই পেশায় পাকাপাকি ভাবে যুক্ত হতে গেলে মানতে হবে বেশ কয়েকটি ধাপ।

•প্রথমে আপনাকে ক্লায়েন্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তিনি ঠিক কেমন মানুষ কিংবা কি পছন্দ করেন এই বিষয়ে সাধারণ ধারণা থাকা উচিত। সেই অনুযায়ী একটা বাজেটের দিকে ফোকাস করবেন। পাশাপাশি দর্শকদের পছন্দের দিকেও খেয়াল রাখতে হবে। প্রথমেই বানিয়ে নেবেন একটি সামগ্রিক নকশা কৌশলী, সেটি ক্লাসিকও হতে পারে।

•বিয়ের ব্লগ তৈরির ক্ষেত্রে একটু গবেষণার প্রয়োজন। এর আগে বিয়ের ব্লগ তৈরি হয়েছে এবং সেগুলি অত্যন্ত জনপ্রিয় সেই নিয়ে একটু গবেষণা করতে পারেন। বিবাহের ব্লগের বিভিন্ন স্টাইল আছে। প্রত্যেক স্টাইল সম্পর্কে কমবেশি তথ্য ক্লায়েন্টকে জানাতে হবে। তারপর তিনি ঠিক কোন বিষয়টি বেশি পছন্দ করছেন, সেটি হবে আপনার লক্ষ্য।

•আপনার ব্যবসার জন্য কোন ব্লগে সব থেকে বেশি আরওআই থাকবে তা গভীরভাবে জানা প্রয়োজন। যে ওয়েবসাইটে বা পেজে ওই ব্লগটি পোস্ট করবেন, ভালোভাবে দেখে রাখবেন তার পাঠক কিংবা দর্শক সংখ্যা কত। সাধারণত অনলাইনে বা ওয়েব প্লাগ ইন টুল ব্যবহার করে এই তথ্য খুঁজতে পারেন। এছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক প্রভৃতি প্ল্যাটফর্ম গুলিতে অনুগামীর সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

•ওয়েডিং ব্লগ বানানোর ক্ষেত্রে আয় প্রচুর। যেহেতু সোশ্যাল মিডিয়ায় এটি ভিউজের উপর নির্ভর করে, তাই এর মাধ্যমে পরবর্তীকালেও আয়ের সুযোগ রয়েছে। ভালো ক্যামেরা এবং এডিটিংয়ের কাজ জানলেই কেল্লাফতে। অন্যান্য কাজের পাশাপাশি অনায়াসে বানাতে পারেন ওয়েডিং ব্লগ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version